সুরা ফাতেহা'র কাব্যিক অনুবাদঃ

লিখেছেন লিখেছেন ইমরান বিন আনোয়ার ০১ ডিসেম্বর, ২০১৪, ১০:২৪:৪৭ সকাল

সকল প্রশংসা আল্লাহ তায়া'লার

যিনি দু'জাহানের প্রতিপালক।

দয়ালু কোমল তিনি, বিচার-দিনের স্বামী,

তিনিই শ্রেয় অভিভাবক।

আমরা তোমারি শুধু করি ইবাদাত,

তোমারি কৃপা চাই, করি মোনাজাত,

দেখা দাও আমাদের, সরল সু-পথের,

যেপথে তুমিই পরিচালক!

যাদের প্রতি তুমি মেলেছো দয়ার দান,

তাদের পথেই হোক যাপিত আমার প্রাণ!

কবুল করো- পাপী মোদের,

বানাও দ্বীনের পথে বাহক।

যাদের ললাটে আঁকা তোমার ক্রোধের ছাপ,

যাদের চলার পথে অজস্র দোষ-পাপ,

সে দল ছেড়ে, রাখো দূরে,

এ দেহে না ছোঁয় যেন নরক!

বিষয়: বিবিধ

১০৩১ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

290170
০১ ডিসেম্বর ২০১৪ সকাল ১০:৩২

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 10348

Filename: views/blogdetailpage.php

Line Number: 764

"> মুক্তিযুদ্ধের কন্যা লিখেছেন : সূরা ফাতিহায় আল্লা নিজেই নিজেকে বলছেন- "আমাকে সরল পথ দেখাও"

হাস্যকর নয় কি??
০১ ডিসেম্বর ২০১৪ দুপুর ০১:৪০
233963
ইশতিয়াক আহমেদ লিখেছেন : ইমরান বিন আনোয়ার লিখেছেন : বোন, আপনি বুঝতে ভুল করেছেন। 'আমাকে সরল পথ দেখাও'- কথাটি আল্লাহ তায়া'লা মানুষকে শিখিয়ে দিয়েছেন। এবং إهدنا الصراط المستقيمআয়াতটি থেকে শুরু করে বাকী সবগুলো আয়াতই আল্লাহ তায়ালা মানুষকে তাদের প্রার্থনা হিসেবে বলার জন্য নির্দেশ দিয়েছেন। সে ব্যপারটি মাথায় রেখেই আমি এভাবে অনুবাদ করেছি।

তাই সাধারণ কাব্যিক অনুবাদ হিসেবে এটাকে ভুল না বলাটাই যুক্তিযুক্ত। আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন!
290174
০১ ডিসেম্বর ২০১৪ সকাল ১০:৫৫
ইমরান বিন আনোয়ার লিখেছেন : বোন, আপনি বুঝতে ভুল করেছেন। 'আমাকে সরল পথ দেখাও'- কথাটি আল্লাহ তায়া'লা মানুষকে শিখিয়ে দিয়েছেন। এবং إهدنا الصراط المستقيمআয়াতটি থেকে শুরু করে বাকী সবগুলো আয়াতই আল্লাহ তায়ালা মানুষকে তাদের প্রার্থনা হিসেবে বলার জন্য নির্দেশ দিয়েছেন। সে ব্যপারটি মাথায় রেখেই আমি এভাবে অনুবাদ করেছি।

তাই সাধারণ কাব্যিক অনুবাদ হিসেবে এটাকে ভুল না বলাটাই যুক্তিযুক্ত। আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন!
290196
০১ ডিসেম্বর ২০১৪ দুপুর ০১:৪০
ইশতিয়াক আহমেদ লিখেছেন : খুব সুন্দর লিখা ,পড়ে ভালো লাগলো
290200
০১ ডিসেম্বর ২০১৪ দুপুর ০১:৪৮
ইমরান বিন আনোয়ার লিখেছেন : ধন্যবাদ।
290207
০১ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:০১
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : ধন্যবাদ শেয়ার করার জন্য।
290216
০১ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:১১
ইমরান বিন আনোয়ার লিখেছেন : পড়ার জন্য আপনাকেও ধন্যবাদ
290251
০১ ডিসেম্বর ২০১৪ দুপুর ০৩:৪৬
আফরা লিখেছেন : জাজাকাল্লাহ খায়ের !
290271
০১ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৪:৫৫
ইমরান বিন আনোয়ার লিখেছেন : ওয়া ইয়্যাকি!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File