আরবী বর্ণমালার বাংলা কবিতাঃ (আরবী থেকে অনুবাদ) পর্ব-২

লিখেছেন লিখেছেন ইমরান বিন আনোয়ার ২৮ নভেম্বর, ২০১৪, ১২:৪১:৫৯ দুপুর

তোয়া'-উন তিফলুন (শিশু) কী যে সুন্দর খোকা,

সদা পরিপাটি আর চেহারা আদরমাখা।

জোয়া-উন জিফরুন (নখ) করি পরিচ্ছন্ন,

একটু হলেই বড় করে ফেলি জীর্ণ।

আইনুন আইন (চোখ) ভয়ে ডাকে খোদাকে

তাঁর খুশি আছে যাতে- সাড়া দেয় সে ডাকে।

গাইনুন গার (গুহা) প্রিয় হেরা গুহা,

কুরানে'র আগমন হয়েছে যেথা।

ফা-উন ফীল (হাতি) আছে বড় দাঁত,

ওহে ভায়া, তার সাথে রাখে সবে ভাব!

কা'ফুন কামারুন (চাঁদ) স্নিগ্ধ কোমল মন,

দিশা দেয় পথিকেরে খুঁজে দেয় পরিজন।

কাফুন কালবুন (কুকুর) কাছেপিঠে থাকে,

ঘর-বাড়ি, ভেড়াদের পাহারায় রাখে।

লামুন লাহমুন (গোস্ত) দেহ করে বর্ধন,

শরীরের হাড়গোড়ে দেয় ভাল আবরণ।

মীমুন মাসজিদ (মসজিদ) প্রভু মহানের ঘর,

সেখানে সবাই পড়ি নামাজ- প্রতি প্রহর।

নূনুন নাহরুন (নদী) বিখ্যাত নীলনদ,

খরস্রোতা-অকৃপণ, বিলি করে গৌরব।

হা-উন হারামুন (পিরামিড) উঁচু দেহযষ্টি,

নির্ভিকতার ছাপ- এই মহা সৃষ্টি।

ওয়ায়ুন ওয়াজহুন (চেহারা) আছে মানুষের,

তার বুকে জেগে থাকে শিখা ঈমানের।

ইয়া-উন ইয়াদ্দুন (হাত) আঁকে সুন্দর ফুল,

গড়ে কত নির্মাণ সাজায় মনের দোল।... সমাপ্ত

বিষয়: বিবিধ

১০৬০ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

289166
২৮ নভেম্বর ২০১৪ দুপুর ০১:০৪
কাহাফ লিখেছেন :

আল্লাহ আমাদের কে আরবী ভাষা শেখার ও বুঝার তৌফিক দিন!আমিন!
ভাল লাগার সাথে সাথে জাযাকাল্লাহু খাইরান রইল! Thumbs Up Thumbs Up Big Hug Big Hug
289167
২৮ নভেম্বর ২০১৪ দুপুর ০১:৪৯
ইমরান বিন আনোয়ার লিখেছেন : আমীন। শুকরিয়া'র সঙ্গে 'বারাকাল্লাহু ফীক' রইল।
289222
২৮ নভেম্বর ২০১৪ বিকাল ০৫:১২
ভিশু লিখেছেন : খুব ভালো লাগ্লো...Happy Good Luck
বই চাই। বই বের করুন, প্লিজ।
Praying Praying Praying
289227
২৮ নভেম্বর ২০১৪ বিকাল ০৫:৩২
ইমরান বিন আনোয়ার লিখেছেন : লেখালেখিটাকে সবসময় আবেগের প্রকাশ হিসেবে দেখেছি। বই বের করার যোগ্যতা আছে কিনা জানা নেই! তবে ইনশাআল্লাহ কোনো একদিন হয়তো আপনার উৎসাহ নিয়ে বই বের করে ফেলতে পারি! আপনাদের দোয়া ও প্রেরণা সবসময়ই কাম্য। আল্লাহ আপনাকে ভাল রাখুন।
289253
২৮ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৫৫
ইশতিয়াক আহমেদ লিখেছেন : ধন্যবাদ
289257
২৮ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:০২
ইমরান বিন আনোয়ার লিখেছেন : কেনো?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File