কবিতা সঁপি কবিতাকে

লিখেছেন লিখেছেন ইমরান বিন আনোয়ার ০৫ নভেম্বর, ২০১৪, ১০:২৭:৪৮ সকাল

বর্ণ শব্দ বাক্য, সবে মিলে হয় কাব্য,

দুঃখ-কষ্ট-বেদনা, এ যে কবিতার প্রেরণা!

সুখ হাসি আর উল্লাস, গড়ে কবিতার উদ্ভাস!

কবিতা তোমার রূপে সমাহিত পৃথিবীর যত মায়া,

তুমি ভেসে থাক হৃদয়-মননে, ফেলো আবেগের ছায়া।

তুমি যদি হও ভরা উদ্যান, পংক্তি'রা সব ফুল

ঝরা গোলাপের সুরভী হয়ে- ভাঙ্গো প্রেমিকের ভুল!

তুমি ইঙ্গিতে, সুর-সংগীতে, মনের অজানা ভাব

ঋজু আবৃত্তি, শত আশা-প্রীতি, অনায়াস অনুরাগ।

নিশ্চল প্রজা, কলমের সাজা মাথা পেতে নাও যেন!

তুমি কি জানো, তোমার নামটি 'কবিতা' হয়েছে কেনো?

তুমি মৌনতা, বাঁধো শূণ্যতা একলা দীঘির জলে,

প্রিয় ছন্দে, সুখানন্দে, হয়ে উঠো ঝলমলে।

ভালো মন্দে, দ্বিধা-দ্বন্দ্বে- মিলেমিশে একাকার!

তুমি মিত্র, কথাচিত্র, বিরহের হাতিয়ার।

কবিতা তোমায় ভালবাসি তাই তোমাতেই বাঁধি স্বপ্ন,

তুমি হয়ে উঠো বন্ধু আমার জীবনের প্রিয় রত্ন।

তুমি নির্মল বইয়ের পাতা, পরিপাটি সব ছবি;

অনিপুণ হাতে দু'কথা লিখে, তবু সাজি আমি কবি!

বিষয়: বিবিধ

১০৮৮ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

281392
০৫ নভেম্বর ২০১৪ সকাল ১১:০৮
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : কবিতা তোমায় ভালবাসি তাই তোমাতেই বাঁধি স্বপ্ন,
তুমি হয়ে উঠো বন্ধু আমার জীবনের প্রিয় রত্ন।


অসাধার‌ণ লিখেছেন। চমৎকার
০৫ নভেম্বর ২০১৪ দুপুর ০২:২৪
225061
ইমরান বিন আনোয়ার লিখেছেন : ধন্যবাদ। আপনার অনুপ্রেরণা আমার কলমকে আরো শক্তিশালী করবে- এই আশা করছি।
281414
০৫ নভেম্বর ২০১৪ সকাল ১১:৩৬
মোস্তফা সোহলে লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
০৫ নভেম্বর ২০১৪ দুপুর ০২:২৪
225062
ইমরান বিন আনোয়ার লিখেছেন : পড়ার জন্য ধন্যবাদ
281491
০৫ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:২৫
আফরা লিখেছেন : কবিতা আসলেই অনেক বেশী সুন্দর হয়েছে ।পড়তে আমার খুব খুব খবি ভাল লেগেছে ভাইয়া ।
০৫ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:২৫
225110
ইমরান বিন আনোয়ার লিখেছেন : আপনার কথা শুনে আমারও খুবই খুবই ভাল লাগল। আপনাদের মন্তব্য, সমালোচনা, কিংবা প্রশংসার স্পর্শে আমার কবিতা/লেখা আরো প্রাঞ্জল হয়ে উঠুক, খোদার কাছে এই কামনাই করি।


আমার আগের কবিতাটি আপনার মন্তব্য আশা করছি। কবিতাটি পড়ে আপনার অনুভূতি জানালে সত্যিই খুশি হব। আল্লাহ আপনার মঙ্গল করুন।
281514
০৫ নভেম্বর ২০১৪ বিকাল ০৫:০৮
অনেক পথ বাকি লিখেছেন : Rose Rose Rose Rose
০৫ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:২৬
225111
ইমরান বিন আনোয়ার লিখেছেন : ;Winking ;Winking ;Winking ধন্যবাদ। ভালো থাকুন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File