আরো একবার আসো, প্লীজ!
লিখেছেন লিখেছেন ইমরান বিন আনোয়ার ০২ নভেম্বর, ২০১৪, ০৮:৫৬:৩৮ সকাল
আরো একবার আসো, প্লীজ!
আকাশের চাঁদে একটুও আঁচড় দিতে হবেনা।
তোমাকে বলতে হবেনা নিজের পরিচয়।
দূর থেকে তোমার চোখ দেখে আমি বুঝে নেব,
সত্য'রা সেখানে কাব্য লিখছে।
তুমি যদি মাটিতে হেঁটে বেড়াও,
আমি ধুয়ে দেব তোমার পায়ের ধুলো।
তোমাকে বলতে হবেনা মনের বাসনা,
নিশ্চিত বিশ্বাসে আমি আয়োজন করে দিব,
তোমার ইচ্ছে'রা যা কিছু ভাবছে!
যে দুর্বৃত্ত তোমার মন ভেঙ্গে দেবে,
জেনো, তার বুকে দু'টো প্রাণ নেই।
কষ্টের ধকলে তোমাকে কাঁদতে দেবনা,
দেখবে, আকাশের যত তারা তত সহচর-
তোমার চারপাশে ভিড়ছে।
বল, তুমি কেন শুধু অতীতের বিহঙ্গ,
ভালবাসা-প্রেম, আবেগের তরঙ্গ
অসার আড়ম্বে আমরা সঁপে দিলে,
তোমার মুচকি হাসি আমাদের প্রাণে
কেন ঝরেনা বকুল হয়ে?
যে কুটিল অনুদার ভূমিতে তুমি আলো হয়ে ফুটেছো,
ভালবাসা রূপণে তা হয়ে গেছে গোলাপ-কানন।
অথচ আমাদের পাপের স্বর্গে একটু যদি চোখ বুলাতে,
হয়তো তুমিই চাইতে তোমার উদয়!
তাই ব্যথা নিয়ে অভিলাষ করি,
আরো একবার আসো, প্লীজ!
বিষয়: বিবিধ
১১৫৫ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কেন ঝরেনা বকুল হয়ে?
কবিতা
মন্তব্য করতে লগইন করুন