আরো একবার আসো, প্লীজ!

লিখেছেন লিখেছেন ইমরান বিন আনোয়ার ০২ নভেম্বর, ২০১৪, ০৮:৫৬:৩৮ সকাল

আরো একবার আসো, প্লীজ!

আকাশের চাঁদে একটুও আঁচড় দিতে হবেনা।

তোমাকে বলতে হবেনা নিজের পরিচয়।

দূর থেকে তোমার চোখ দেখে আমি বুঝে নেব,

সত্য'রা সেখানে কাব্য লিখছে।

তুমি যদি মাটিতে হেঁটে বেড়াও,

আমি ধুয়ে দেব তোমার পায়ের ধুলো।

তোমাকে বলতে হবেনা মনের বাসনা,

নিশ্চিত বিশ্বাসে আমি আয়োজন করে দিব,

তোমার ইচ্ছে'রা যা কিছু ভাবছে!

যে দুর্বৃত্ত তোমার মন ভেঙ্গে দেবে,

জেনো, তার বুকে দু'টো প্রাণ নেই।

কষ্টের ধকলে তোমাকে কাঁদতে দেবনা,

দেখবে, আকাশের যত তারা তত সহচর-

তোমার চারপাশে ভিড়ছে।

বল, তুমি কেন শুধু অতীতের বিহঙ্গ,

ভালবাসা-প্রেম, আবেগের তরঙ্গ

অসার আড়ম্বে আমরা সঁপে দিলে,

তোমার মুচকি হাসি আমাদের প্রাণে

কেন ঝরেনা বকুল হয়ে?

যে কুটিল অনুদার ভূমিতে তুমি আলো হয়ে ফুটেছো,

ভালবাসা রূপণে তা হয়ে গেছে গোলাপ-কানন।

অথচ আমাদের পাপের স্বর্গে একটু যদি চোখ বুলাতে,

হয়তো তুমিই চাইতে তোমার উদয়!

তাই ব্যথা নিয়ে অভিলাষ করি,

আরো একবার আসো, প্লীজ!

বিষয়: বিবিধ

১১৪৬ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

280483
০২ নভেম্বর ২০১৪ সকাল ১১:১২
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : তোমার মুচকি হাসি আমাদের প্রাণে
কেন ঝরেনা বকুল হয়ে? Broken Heart Broken Heart

কবিতা Thumbs Up Thumbs Up
280532
০২ নভেম্বর ২০১৪ দুপুর ০২:০০
ইমরান বিন আনোয়ার লিখেছেন : ধন্যবাদ
280565
০২ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:৩৭
আফরা লিখেছেন : Fantastic Fantastic !
280569
০২ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:৪৫
ইমরান বিন আনোয়ার লিখেছেন : ধন্যবাদ
280583
০২ নভেম্বর ২০১৪ বিকাল ০৫:০১
মোস্তফা সোহলে লিখেছেন : কবিকে এত সুন্দর একটা কবিতা উপহার দেওয়ার জন্য আর ধন্যবাদ দেব না । কামনা করি কবি এমনি ভাবে আরও অনেক কবিতা আমাদের উপহার দিয়ে যাক ।
280586
০২ নভেম্বর ২০১৪ বিকাল ০৫:১৮
ইমরান বিন আনোয়ার লিখেছেন : গর্ব ও কৃতজ্ঞতা বোধ করছি। আপনাদের অনুপ্রেরণায় আমার কবিতার ছন্দ আরো দীপ্তিময় হয়ে উঠবে, সে আকাঙ্ক্ষাতে মনে স্বপ্ন বাঁধছি।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File