আদর্শের সংঘাতে আপোষ নয়
লিখেছেন লিখেছেন ইমরান বিন আনোয়ার ২০ অক্টোবর, ২০১৪, ০২:১১:০৭ দুপুর
আদর্শ অথবা বিশ্বাসের পার্থক্যই মানুষের মাঝে ভয়াবহ সংঘাতের জন্ম দেয়। স্বার্থের দ্বন্দ্বে সমঝোতা সম্ভব! বিশ্বাসের মতভেদে বোঝাপড়া সম্ভব নয়। গত দু'দিনে 'খুব পছন্দের' দু'জন বন্ধুকে ব্লক দিলাম ফেসবুকে। ফিলিস্তিন ও হামাসকে নিয়ে যাচ্ছেতাই লিখে বেড়াচ্ছে এরা। সত্যি অবাক হয়ে গেছি, আমাদের বাংলাদেশে ফিলিস্তিনকে নিয়ে এতটা রূঢ় ভাবনা কারো মাথায় খেলতে পারে! তা-ও মুসলিম হয়ে! আমাদের পরিমন্ডলে! পৃথিবীতে আমাদের মুসলমানদের সবচেয়ে বড় শত্রু কারা জানেন? মুসলমানরাই! এই দাবির পক্ষে ছোট্ট একটা প্রমান পেতে পারেন এটা শুনে যে, কেউ একজন ফিলিস্তিনি অসহায়দের পক্ষে কথা বলাকে 'মানবতার বিগার' বলে আখ্যায়িত করছে! হামাস'কে 'ধান্দাবাজ' 'টাকাচোর' বলে প্রচার করছে! কথাগুলো শুনে বিশ্বাস করতে পারিনা। কষ্ট পাই এই কথাগুলোয় যে কলঙ্ক ছড়িয়ে পড়েছে তার তীব্রতা দেখে। ফেসবুকে কিছু লিখবনা, অথবা কারো লেখা তেমন পড়বনা- এই ইচ্ছা অনেক সময়ই জাগে মনে। কিন্তু মূল ব্যপারটা হল, আপনার একেবারে কাছের বন্ধুও যদি আপনার পরিবার নিয়ে অশ্লীল মন্তব্য করে, অথবা আপনার বিশ্বাসকে চুড়ান্তভাবে অপমান করে কিছু বলে; আপনি কি তার কথার কোনো প্রতিবাদ করবেননা? আপনি যদি এই পরিস্থিতে চুপ করে থাকেন তো বুঝতে হবে, সৃষ্টিকর্তা আপনাকে ধৈর্যের ‘অবিচল পাহাড়’ দান করেছেন। আমার চামড়া অতটা শক্ত নয়! এ ধরণের সিচিউশনে আমি প্রতিবাদ না করে থাকতে পারবোনা। চাই বন্ধুত্বের অবসান হোক অথবা কেউ আমার সাথে ঝগড়া বাঁধিয়ে দিক। ফেসবুকটা হল উন্মুক্ত লেখালেখির জায়গা। এখানে সবাই নিজেদের টাইমলাইনে নিজেদের মতামত ইচ্ছেমত ব্যক্ত করছে। অন্যের অভিব্যক্তির কেয়ার করছেনা। অথচ এখানে একজনের প্রতিটি কর্মকান্ড অন্য আরো অনেকের কাছে খুব দ্রুততম সময়ে পৌঁছে যাচ্ছে। এখানে আমরা কেউ একা নই, আমাদের সাথে আরো অদৃশ্য অজানাসংখ্যক 'বন্ধু' জড়িয়ে থাকে। তাই আমাদের সবার উচিৎ নিজস্ব ভাবনাগুলোকে, যেটা বিতর্কিত হওয়ার সমূহ সম্ভাবনা আছে, যথাসাধ্য পরিমার্জিত করে প্রকাশ করা। আমার একশ' পাঁচশ' অথবা হাজার বন্ধু আমার সব কথায় একমত নাও হতে পারে, সো, যথেষ্ট বুদ্ধিমত্তার সাথে নিজের কন্ট্রোভার্শাল স্ট্যাটম্যান্টগুলো এখানে প্রচার করা জরুরী। অন্যথায় সংঘাত অবশ্যম্ভাবী।
বিষয়: বিবিধ
৯০৬ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন