মনে কেন এত প্রেম জাগে?

লিখেছেন লিখেছেন ইমরান বিন আনোয়ার ২৮ সেপ্টেম্বর, ২০১৪, ১০:২১:৫৭ রাত

'মিডিয়া এন্ড সোসাইটি' ক্লাস চলছে। ক্লাসের আরো বাকি আছে প্রায় বিশ মিনিট। হঠাৎ সবাইকে অবাক করে দিয়ে ক্লাসে একটা মেয়ে ঢুকল। মেয়েটাকে দেখে অন্যদের কী অনুভূতি হয়েছে জানিনা, তবে আমার মনে হল, এইমাত্র আকাশ থেকে একটা পরী বুঝি আমাদের চোখের সামনে উদয় হয়েছে। কিছুটা ঘোর-লাগা চোখে মেয়েটার দিকে তাকিয়ে রইলাম। প্রথমে ভেবেছিলাম হয়তো ছাত্রী হবে। পরে তার প্রতি ডক্টরের শ্রদ্ধা মেশানো আচরণ দেখে নিশ্চিত হলাম, মেয়েটি আর যাইহোক, কোনোভাবেই আমাদের সহপাঠী নয়। ডক্টরের সাথে তার নিচু স্বরের আওয়াজ দূর থেকে বুঝতে পারলামনা। তবে পরক্ষণেই দেখলাম, মেয়েটি ডেস্কে এসে দাড়িয়েছে এবং সবাইকে লক্ষ করে কী-সব বলা শুরু করেছে। আমি আসলে কিছুই বুঝতে পারছিলামনা। তার ইংরেজি লেকচার যতটা না আমাকে মুগ্ধ করছিল, তারচেয়ে বেশি তার অনিন্দ্য সুন্দর রূপ আমাকে মোহগ্রস্থ করে ফেলেছিল। প্রায় দশ মিনিট পর তার কথা শেষ হলে হাসি মুখে সে সবার থেকে বিদায় নিল। সাথে সাথে আমাদের ডক্টরও আজকের মত ক্লাসের সমাপ্তি ঘোষণা করলেন। পরের ক্লাস আরো বিশ মিনিট পর। আমি ভাবছিলাম এ সময়টা ক্যাম্পাসে বসে ফেবু চালিয়ে পার করে দেব। তবে আজ আমার ভাগ্যে অন্যরকম কিছু লেখা ছিল। রুম থেকে বের হতেই দেখলাম মেয়েটি বারান্দার সোফায় বসে আছে। মনের মধ্যে রোমাঞ্চ চেপে বসল। নার্ভাসনেস কাটিয়ে স্ট্রেইট তার কাছে গিয়ে দাড়ালাম। জিজ্ঞেস করলাম, "Excuse me, if you don't mind, I want to ask you something?"

"Yes, indeed. You are welcome." মেয়েটি উত্তর দিল।

আমি বললাম (ইংরেজিতেই), "আমি আসলে আপনি তখন কী বলছিলেন সেটা বুঝতে পারিনি। যদি প্লীজ আবারো বলতেন...

মেয়েটি সহাস্যে বললঃ "কেন নয়। অবশ্যই-অবশ্যই। আসলে আপনাদের 'মিডিয়া এন্ড সোসাইট' ক্লাসের জন্য বিশেষভাবে ভার্সিটিতে হেল্প সেন্টার এবং ওয়ার্কশপ খোলা হয়েছে। এখানে আপনাদেরকে সব ধরনের হেল্প করা হবে। অবশ্য তার আগে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে এবং এর জন্য আপনার ওভারঅল স্কোর 2 পয়েন্ট-এর বেশি হতে হবে।" মেয়েটির কথা শেষ হলে আমি তাকে আন্তরিক ধন্যবাদ জানালাম। দূর থেকে মেয়েটিকে খুব কম বয়সী মনে হলেও কাছ থেকে বুঝলাম, আমাদের বেশ সিনিয়র ব্যাচের-ই কেউ হবেন হয়ত। চেহারায় গাম্ভীর্য, লাবণ্য আর শিশুসুলভ সরলতা- সব কিছুই বিদ্যমান। যে কোনো ছেলের মনে পুলক জাগানোর মত এট্রাকশন আজন্মই বুঝি লালন করে আসছেন। বুকের ভিতর কেমন একটু মোচড় দিয়ে উঠল। ইশ... যদি... ধ্যাৎ, কী সব আজেবাজে চিন্তা করছি! বড়দেরকে সবসময় সম্মান করতে হবে। তাদেরকে শ্রদ্ধার সাথে ভালবাসতে হবে। আমিও সেটাই করার স্বপ্ন দেখছি...।

বিষয়: বিবিধ

১০১৪ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

269661
২৮ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:৪৪
আফরা লিখেছেন : চেষ্টা চালিয়ে যান .......।
২৮ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:৫৬
213626
ইমরান বিন আনোয়ার লিখেছেন : নাহ, সারাটা জীবন শুধু চেষ্টাই করে গেলাম। কিছুই হলনা। মাঝেমধ্যে মনের মধ্যে খুব আবেগ এসে ভর করে। কিন্তু আবেগ আর বাস্তবতায় অনেক ব্যবধান।
269667
২৮ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:৫৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : মরার আগে মরিয়েন না!
269672
২৮ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:৫৯
ইমরান বিন আনোয়ার লিখেছেন : অকে। Happy ;Winking

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File