পাঠকদের একটু সহযোগিতা কামনা করছি

লিখেছেন লিখেছেন ইমরান বিন আনোয়ার ৩০ মে, ২০১৪, ০৮:৫০:৫৪ সকাল

জীবনের শুরু থেকেই বড় লেখকদের লেখা পড়ে অভ্যস্ত হয়ে গেছি, ফলে কিছুটা অপরিচিত অথবা একেবারেই নবীন লেখকদের অনেক গুরুত্বপূর্ণ তবে কিছুটা অপরিপূর্ণ লেখা পড়ে কেন যেন মাঝেমাঝে তৃপ্ত হতে পারিনা। এটা ঠিক যে, বিষয়-বিবেচনায় অনেকের লেখা খুব বেশি মনোযোগের দাবি রাখে। তবে ওই যে বললাম, বড়দের লেখার সাথে তুলনা করতে গিয়ে অনেক সময় তাদের লেখাগুলো পড়তে আগ্রহ হারিয়ে ফেলি। এটা হয়তো ঠিক নয় এবং বিষয়-অবগতির ক্ষেত্রে এটা (লেখা মানসম্পন্ন হওয়া) তেমন কোনো গুরুত্বপূর্ণ ব্যাপারও নয়! তবু আমার মনে অতৃপ্তির একটা ছায়া সবসময় বিরাজ করে তুলনামূলক কম মানের লেখাগুলো পড়তে। ব্যপারটা যদি অপরাধ হয় তবে সে অপরাধে আমি গুরুতরভাবে অভিযুক্ত! সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কথাগুলো বলার জন্য।

আসলে আমার আজকের এই লেখাটির মূল উদ্দেশ্য হল, ব্লগের প্রিয় লেখক ভাইদের কাছে একটু সহযোগিতা চাওয়া। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি স্বপ্নের একটি হল, নিজেকে একজন সত্যিকারের লেখক হিসেবে প্রতিষ্ঠা করব (ইনশাআল্লাহ)। আর সেই লক্ষ পূরণে আজ পর্যন্ত বহুজনের কাছেই ধরণা দিয়েছি। নিজের অনুরাগ ব্যক্ত করেছি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কারো কাছেই আশানুরূপ সহায়তা পাইনি। আমি চাই কারো প্রত্যক্ষ মদদে আমার লেখাগুলো পরিচ্ছন্ন হয়ে উঠুক। সে লক্ষে আমার সাধ্যে কুলায় এমন সবকিছু করতেই রাজি আছি আমি। শুধু মহৎ কোনো ব্যক্তি যদি আমার স্বপ্নটাকে একটু আন্তরিকভাবে পরিচর্যা করে দেন! তবে একটা ব্যপার খুব গুরুত্বপূর্ণ, যিনি আমাকে পরিচালনা করবেন তিনি যেন তার লেখনী দিয়ে আমার শ্রদ্ধাটুকু অর্জন করে নেন। এতে আমি পূর্ণ ভক্তির সাথে তার নির্দেশনাগুলো মেনে চলতে পারব। আছেন কি কেউ এমন, যিনি আমার জন্য তার আন্তরিক সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন!

পাঠকদের প্রতি অনুরোধ রইল, আপনাদের পরিচিত কোনো শ্রদ্ধাভাজন 'কলম সৈনিক' যদি থাকেন তো' তার সাথে আমার পরিচিত হবার একটা সুযোগ করে দিবেন, প্লীজ!

বিষয়: বিবিধ

৯৩৩ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

228253
৩০ মে ২০১৪ সকাল ১১:০৩
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
৩০ মে ২০১৪ দুপুর ১২:৪৪
175072
ইমরান বিন আনোয়ার লিখেছেন : ভাইজান, ভাল লেগেছে সেজন্য ধন্যবাদ। কিন্তু আমি'তো একটু পরামর্শ চেয়েছিলাম। সেটা দেতে পারলে আমারও ভাল লাগত। ধন্যবাদ।
228260
৩০ মে ২০১৪ সকাল ১১:৫৯
মু. মিজানুর রহমান মিজান (এম. আর. এম.) লিখেছেন : কান খুলে শুনুন। ব্লগ প্ল্যাটফর্মে বানান বড় কথা নয় বরং ভাবটাই প্রধান আর আপনি এই পোষ্টের মাধ্যমে নিজের সেরাটা আমাদেরকে জানিয়েছেন যেটা সকল ব্লগারের মন থেকে আপনি উঠে যেতে পারেন। কেননা বানান ভুলতো কেউ ইচ্ছা করে করেনা। অনেকে আছেন যারা অফিসে বসেও পোষ্ট করেন, মোবাইল দিয়ে পোষ্ট করেন।

নেতিবাচক দিক পরিহার করুন।

মোষ্ট ওয়েলকাম।
228278
৩০ মে ২০১৪ দুপুর ১২:৪২
ইমরান বিন আনোয়ার লিখেছেন : দুঃখিত ভাইজান, আপনার কথায় কষ্ট পেয়েছি। নিজের সেরাটা প্রকাশ করব তো দূরের কথা, নিজে যে ভাল লিখতে পারি এই কথাটাই আমি পুরোপুরি বিশ্বাস করিনা। সেজন্যই আপনাদের সহযোগিতা চাইলাম। মন থেকে বলছি, আমার একজন সত্যিকারের পথনির্দেশক প্রয়োজন, যার দিক-নির্দেশনায় আমার লেখাগুলো আরো প্রস্ফুটিত হয়ে উঠবে। যদিও আপনি আমাকে ভুল বুঝেছেন, সেজন্য আপনাকে দোষ দিতে চাইছিনা। আমি আপনার কাছেও অনুরোধ জানাই, আপনার জানামতে কোনো ভাল কলম-সাহিত্যিক থাকলে আমাকে একটু কষ্ট করে জানাবেন।
228297
৩০ মে ২০১৪ দুপুর ০১:৫৯
মোহাম্মদ লোকমান লিখেছেন : ব্যপারটা যদি অপরাধ হয় তবে সে অপরাধে আমি গুরুতরভাবে অভিযুক্ত! মানসম্পন্ন লেখা ছাড়া কোনো লেখা আমি পড়তে পারিনা। শব্দের সামান্য 'আ'-কার 'উ'-কার ভুলেও আমার মনে একটি লেখার প্রতি অশ্রদ্ধা জেগে যায়। সোজা কথায়, কোনো ধরণের বানান-ভুল আমি সহ্য করতে পারিনা। উপরোক্ত অংশটি সংশোধন করে লিখলে আপনি উপকৃত হবেন। আপনার অজান্তেই সাধারণ ব্লগারদের প্রতি অবজ্ঞা প্রদর্শিত হয়ে আছে ওখানে। ২ নং কমেন্টার মু. মিজানুর রহমান মিজান এর সাথে সুর মিলেয়ে বলতে হয়, ব্লগ প্ল্যাটফর্মে বানান বড় কথা নয় বরং ভাবটাই প্রধান। আপনি বানান ভুলের অযুহাতে আপনার সহযাত্রীর কথাই শুনতে চাইবেন না, তাতো বড় অন্যায়। আপনার-আমার মধ্যে যে গুনটি আছে তা আরেকজনের নিকট না থাকলে সে ‘অছ্যুত’ হবে কেন?
আশা করি মনে কষ্ট নেবেন না। দোয়া করছি- আল্লাহ আপনাকে কামিয়াব করুন এবং সাথে সাথে সঠিক বুঝও দান করুন। ধন্যবাদ।
৩০ মে ২০১৪ দুপুর ০৩:৪২
175107
ইমরান বিন আনোয়ার লিখেছেন : আমি যে কারো প্রতি সত্যিই 'অশ্রদ্ধা' প্রকাশ করতে চাইনি তার প্রমান পেশ করলাম- আপনার চাহিদানুযায়ী আমার লেখার প্রথম অংশটুকু পরিবর্তন করে দিয়ে। আর হ্যা, আমি এটাও মেনে নিচ্ছি যে, ব্লগে মূলত ভাবের আদান-প্রদানই মুখ্য উদেশ্য। তাই এখানে বানান-ভুল অথবা সাধারণ অসংগতি তেমন বড় কোনো ব্যপার নয়। তবে আমার মনের মূল আকাঙ্ক্ষাটা কেউ উপলব্ধি করতে চায়নি বলে আমি যথেষ্ট মর্মাহত হয়েছি। কেউ আমাকে আন্তরিকভাবে কোনো পরামর্শ দিতে চাইলনা এটা আমাকে যথেষ্ট কষ্ট দিয়েছে।
228308
৩০ মে ২০১৪ দুপুর ০২:৩২
আতিক খান লিখেছেন : রাতারাতি কেউ বড় লেখক হতে পারে না। এটা কেউ কাউকে বানিয়েও দিতে পারে না। সব প্রতিষ্ঠিত লেখকই শুরুতে সংগ্রাম করেছেন। আপনি পড়তে থাকুন, লিখতে থাকুন। ধৈর্য না হারিয়ে কলম চালিয়ে যান, একদিন হবেন ইনশাল্লাহ।
৩০ মে ২০১৪ দুপুর ০৩:৪৪
175108
ইমরান বিন আনোয়ার লিখেছেন : হ্যা, অবশ্যই। রাতারাতি কেউ বড় হয়ে যেতে পারেনা। আপনার সুন্দর পরামর্শ ও উৎসাহের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি।
228318
৩০ মে ২০১৪ দুপুর ০২:৫৩
শাহ আলম বাদশা লিখেছেন : এমন একপেশে মনোভাব ব্লগে চলবেনা--আমিও বানান ভুল পছন্দ করিনা। তবে যারা ভুল করে কীবোর্ডের ঠেলায় হোক আর ভুলেই হোক-- তাদের ভুলটা ধরিয়ে দিতে চেষ্টা করি।

আর আমাদের বানানরীতিই যেখানে বেসামাল, সেখানে প্রমিত বানানরীতি গড়ে উঠতে আরো সময় লাগবে আমাদের বাংলা একাডেমী'র।

যাক-আপনি আমার ব্লগে ঢুকতে পারেন--যদি উপকার পান-- আপনাকে অনেক ধন্যবাদ
228334
৩০ মে ২০১৪ দুপুর ০৩:৪৫
ইমরান বিন আনোয়ার লিখেছেন : আপনার সাথে পুরোপুরি একমত। ইনশাআল্লাহ চেষ্টা করব আপনার ব্লগে ঢুকতে।
228378
৩০ মে ২০১৪ বিকাল ০৫:৫৮
মোহাম্মদ লোকমান লিখেছেন : প্রিয় ইমরান বিন আনোয়ার,
৬ নাম্বার কমেন্টকারী ‘শাহ আলম বাদশা’ ভাই একজন কবি এবং সাহিত্যিক। তাঁর সাথে যোগাযোগ রাখলে উপকৃত হবেন, আশাকরি।

কারো কমেন্টের জবাব দেয়ার জন্য নীল রঙের তীর চিহ্নটিতে ক্লিক করুন, তারপর জবাব লিখুন। ধন্যবাদ।
228383
৩০ মে ২০১৪ সন্ধ্যা ০৬:১৯
ইমরান বিন আনোয়ার লিখেছেন : ধন্যবাদ। আমি আসলে এ ব্যপারটাই কামনা করছিলাম। ভাল থাকবেন। আল্লাহ হাফেজ।
১০
228527
৩১ মে ২০১৪ রাত ১২:৫২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : একমত নই। ব্লগ মানুষের মনের কথা বলার জায়গা। এখানে বেশি মান খুজা উচিত নয়।
১১
228555
৩১ মে ২০১৪ সকাল ০৮:২৫
ইমরান বিন আনোয়ার লিখেছেন : আপনার কথায় দ্বিমত পোষণ করছিনা। সম্ভবত আমাদের প্রত্যেককেই নিজেদের কাজটা করে যাওয়া উচিৎ। যে যেভাবে পারেন!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File