হেফাজতের সেই শহীদ ভাইদের উদ্দেশ্যে আমার এই ছোট্ট কবিতা নিবেদন
লিখেছেন লিখেছেন ইমরান বিন আনোয়ার ২৮ মে, ২০১৪, ১০:১৩:৫৭ সকাল
সে আলোহীন অন্ধকার রাত
স্বদেশের আকাশকে জানি ভড়কে দিয়েছিল!
মানুষগুলো নিজেদের বাঁচাতে আশ্রয় খুঁজছিল
মমতাহীন শাপলার উদরে।
তাদের বিশ্বাস হচ্ছিলনা,
তারা কি বেঁচে আছে- না মরে গেছে!
পশুগুলো যখন ট্যাংক আর মারণাস্ত্র দিয়ে
অগ্নি-গোলা বর্ষণ করে চলেছে,
দেখলাম; কিছুই আর আমাদের অবশিষ্ট থাকেনি।
শুধু ভয়ালু মৃত্যু উপত্যকায় একটা আওয়াজই
ভেসে বেড়িয়েছে-
"আমরা তবু হেরে যাবনা।
না, লড়াই ব্যতিরেকে
আমরা কখনো পরাজিত হবনা।"
আমাদের মাটিকে জ্বালিয়ে দিতে পারো,
আমাদের প্রাণ- সবকিছু কেড়ে নিতে পারো,
কিন্তু আমাদের বিশ্বাস কখনো থমকে যাবেনা ।
এই অস্থির মৃত্যু-নাচে
আমরা কখনো পরাজিত হবনা।
দূর্বল আর আর ঘুমিয়ে থাকা অবুঝ-প্রাণগুলো
দেখেছি- একের পর এক লুটিয়ে পড়েছে।
তখন মানবাধিকারের ভেড়াগুলো
কে ভালো-কে মন্দ সে তর্কে জড়িয়েছে।
তাদের মুন্ডুহীন নীতিকথার আড়ালে
আমাদের শিরায় আঘাত করেছে বুলেটের শীশা!
এতটা কষ্ট, চোখের জল আর রক্ত-সাগরেও
সে মৃত্যু উপত্যকায় একটা সুরই বেজেছে,
"আমরা তবু হেরে যাবনা।
না, লড়াই ব্যতিরেকে
আমরা কখনো পরাজিত হবনা।"
বিষয়: বিবিধ
১১৫৮ বার পঠিত, ২৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
গায়ে বিদ্যুতস্পৃষ্টের মতো কেন যেন কিসের স্রোত বয়ে গেল ?
হায়েনার উপর, আমাদের উপর।
হায়েনার উপর, আমাদের উপর।
মন্তব্য করতে লগইন করুন