ক্ষমা কর লাভবান হবে
লিখেছেন লিখেছেন ইমরান বিন আনোয়ার ১৯ মে, ২০১৪, ০২:১৯:১১ দুপুর
অবুঝ, তোমার মন আস্থাশীল হবেনা, সহ্য করবেনা সে
বিভেদের সঙ্কীর্ণতায় থেমে যেতে।
না, সে কোনোভাবেই সক্ষম হবেনা।
তোমার প্রকৃতিই তোমাকে আহ্বান জানায়, নির্মলতার-
যত-যাই ঘটুকনা কেন।
ক্ষমা কর, সহিষ্ণু হও,
তুমি লাভবান হবে, আগামীতে প্রতিদান পাবে।
ক্ষমা কর, মার্জনা কর, উদার হও;
তোমার মর্যাদা ত্বরান্বিত হবে,
অন্তর পরিশীলিত হবে।
ক্ষমা কর।
চল একসাথে বাঁচি-
যাতে আমরা সমৃদ্ধি লাভ করি।
যেন এক সুদৃঢ় সমাজ নির্মাণ করি।
আমরা কথা বলব, বিবাদে জড়াব, তবে
অবিচার করবনা!
আমাদের মনুষ্যত্ব আমাদেরকে অনুরোধ জানায়
যেন আমরা পারস্পরিক বন্ধনে জড়িয়ে থাকি।
যদি কিছুতে সমঝোতা না আসে,
তবু সমর্থন দাও।
ক্ষমা কর, দয়া কর-
আগামীতে তুমিই লাভবান হবে।
তোমার মর্যাদা ত্বরান্বিত হবে,
অন্তর পরিশীলিত হবে।
কল্যাণের হাতিয়ার হও- যা বিস্তৃত হবে।
পথের দিশারী হও-যাতে সৌভাগ্য রবে।
সম্পর্কের টানাপোড়েনে দৃঢ় বন্ধনের মালা গাঁথ,
হৃদয়ের তিক্ততায় হও নির্মল উপশম।
কল্যাণ ছড়িয়ে দাও- মুচকি হাসির ডানা মেলে,
ক্ষমার প্রচলন কর-
একে লালন কর এভাবে, যেন এটি কথা বলে উঠে।
বিষয়: বিবিধ
৯৪৪ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন