জংলাদেশঃ একটি বিরাট গরু-ছাগলের হাঁট -২

লিখেছেন লিখেছেন ইমরান বিন আনোয়ার ২০ এপ্রিল, ২০১৪, ০২:১৯:৪২ দুপুর

এই বাজারে কিছু ভাল মানুষ আছে। সত্যিকারের না, 'ঠেকায় পড়ে' ভাল মানুষ। মাথার মধ্যে এদের 'গোবরের কারখানা।' সেই কারখানায় হাবুডুবু খেয়ে বসে বসে এরা 'তারা' গোনে শুধু। স্বপ্ন-তারা, ভাগ্যের তারা। আরেকটা কাজ এরা ভাল জানে, "গলা ফাটিয়ে চিৎকার করা"। গরু-কারবারে যুৎ না পেয়ে মাঝেমধ্যে কিছু চিল্লা-ফাল্লা করে, লোকসান খেয়ে বুক চাপড়ায়; তবে দুই-চাইরটা থাপ্পর খাইলে সব ঠিকঠাক! কিল-ঘুষি খাইলে'তো আরো সমস্যা, তখন 'তারা গোনাটা'ও বন্ধ। বাজারের একটা 'কাওয়ালি' আছে, "আমার সোনার গামলা"...। এইটা মূলত ঘুমের বড়ি। খাইলে/গাইলে শুধু ঘুমে ধরে। এটা অবশ্য বাজারি'দের লেখা না। এক হিন্দু সন্নাসী লেখে দিয়ে গেছে। বাজারের এত গাঞ্জা-বাউল থাকতে হিন্দু সন্নাসী কেন 'থিম-সং' লেখল, সেটা অনেকের মাথায় ধরেনা। অবশ্য 'সাধু'র হাত ভাল ছিল। ঘুরাইয়া-প্যাচাইয়া লেখতে পারত। মিছা কথা কইত কিনা কে জানে! কইতেও পারে। সন্নাসী তো... এদের কোনো জাত-পাত নাই! বাজারি'রা তারে বেশ কদর করে। পারলে বেটা'রে বাপ বলে ডাকে! নিজের ঘরে শত বাউল থাকতে তার প্রতি এত মহব্বত কেন, এইডা তেমন স্পষ্ট না। নিশ্চয় কোনো ফায়দা আছে! তবে আন্দাজে বলা কঠিন, ভুল হইতে পারে! তারচেয়ে আসি কাজের কথায়। বাজারে এখন মন্দা চলতেছে। বিশাল মন্দা। জানমাল-স্বস্তি, সবকিছুতেই মন্দা। মোড়লের পেট মোটা। একপা' যদিও কবরে গেছে, লালচামির তবু শেষ নাই। পেটে মনে হয় হাঁসের জ্বালা! তার হুকুমেই সব কুকর্ম হয়। পকেটমার থেকে ছিঁচকে চোরা, সব শয়তানই 'গুরু'র মত। গরু বাজারের গুরুর মত। পেটমোটা মোড়লের মত। এরা 'গোবরওয়ালা'দের ফতুর বানায়! পাপের 'কামাই' নিজেরা গিলে। বড় ভাগ দেয় মোড়লের ঘরে। মোড়লের আবার খুঁটি শক্ত। প্রয়োজনে সে 'ছ্যানা' খেতে রাজি। তবু সে নিজের ধান্দা বাঁচাবে। পোষাকে-আষাকে মানুষ হইলেও, মোড়ল একটা নরকের কীট! বড়ই গরম চলাফেরা তার।...(চলবে)

(এটি একটি কল্পিত গল্প। বাস্তবের সাথে এর কোনো মিল নেই)

বিষয়: বিবিধ

১১৮০ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

210670
২০ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:৪৩
শিশির ভেজা ভোর লিখেছেন : লেখাটা পড়ে মনে হলো কোনো গরু ছাগলই লিখছে। নইলে অন্তত কিছুটা তো বুঝা যেতো।
২০ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:১৫
159151
ইমরান বিন আনোয়ার লিখেছেন : আপনি সম্ভবত আগের লেখাটা পড়েননি। তাই আপনার বুঝতে অসুবিধা হয়েছে। প্রথম লেখাটা পড়লে অন্তত কিছুটা বুঝা যাবে। অবশ্য আপনার প্রোফাইলে যে ছবিটা দেখছি, সেটা যদি আপনার চেহারাকে প্রতিনিধিত্ব করে থাকে, তাহলে হাজারটা লেখা পড়লেও আপনি আমার লেখার মর্ম অনুধাবন করতে পারবেন বলে আমার মনে হয়না।
210682
২০ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:৫৯
আল সাঈদ লিখেছেন : আগের লিখাটা পড়েছি । এটাও কঠিন হয়েছে চালিয়ে যান...
২০ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:১৭
159152
ইমরান বিন আনোয়ার লিখেছেন : আন্তরিক ধন্যবাদ। উৎসাহ দেয়ার জন্য। ভাল থাকুন।
210731
২০ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:১৬
শুভ্র আহমেদ লিখেছেন : এইটা ধারাবাহিক ছিল! বুঝিনাই! চালান
২১ এপ্রিল ২০১৪ রাত ০১:৫৯
159392
ইমরান বিন আনোয়ার লিখেছেন : ধন্যবাদ। চালানোর চেষ্টায় আছি। দোয়া করবেন।
210965
২১ এপ্রিল ২০১৪ রাত ১২:৪০
মাটিরলাঠি লিখেছেন : আমার সোনার গামলা - দেশটা এখন গামলাই বটে!
210974
২১ এপ্রিল ২০১৪ রাত ০১:১৮
ইমরান বিন আনোয়ার লিখেছেন : জংলাদেশটা আসলেই একটা গামলার মত। শক্ত একটা লাঠি দরকার ছিল। মোড়লের কেল্লা ফাটাইতাম।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File