জংলাদেশঃ একটি বিরাটা গরু-ছাগলের হাঁট -১

লিখেছেন লিখেছেন ইমরান বিন আনোয়ার ১৮ এপ্রিল, ২০১৪, ০২:১৪:০৮ দুপুর

জংলাদেশ। পৃথিবীর অন্ধকার কোণে অবস্থিত একটি চোরের দেশ। সেখানে বসেছে এক বিরাট গরু-ছাগলের হাঁট। গরুগুলো সব মনের সুখে হাম্বা হাম্বা করতেছে। "হাম্বা---হাম্বা।" হঠাৎ এক গরু লাজ-শরমের মাথা খেয়ে সবার সামনেই লাদা ছেড়ে দিল। এই দেখে আরেক 'অজাত' ছাগল লম্বা সময় নিয়ে মুত্র বিসর্জন করল। সম্ভবত এদের বাবা-মা এদেরকে লাজ-শরম বলতে কিছুই শিখায় নাই! পাশেই কয়েকটা ভেড়া 'ভ্যা-ভ্যা' কইরা রেকর্ড গড়ার সাধনায় মত্ত। তবে এদের সুর ভাল না! তাল-লয় কিছুই ঠিক নাই। খালি ভ্যা---ভ্যা। রেকর্ড হইব কিনা সন্দেহ! গরু-বংশের খাটাশ মহিষেরা একটা আরেকটারে গুঁতা দেয়ার চেষ্টায় আছে। সুযোগ পেলেই 'উষ্টা' মারতেছে ভেড়া-ছাগলের উপর। পায়খানা-প্রস্রাবে একাকার হয়ে গেছে মাটির চেহারা। এটা কি মাটি না পায়খানার জঙ্গল কোনোভাবেই বুঝা যাইতেছেনা! পুরা বাজার টয়লেটের গন্ধে বিষাক্ত হয়া গেছে। কারবারিদের সেদিকে খেয়াল নাই। তারা আছে ব্যবসার 'চেতনা' লইয়া। বোটকা গন্ধ আর জানোয়ারের চেঁচামেচিতে নাক-কান দু'টোরই ঝালাপালা অবস্থা। কোনো 'হারপিক' থাকলে ভাল হইত। সবার নাকে দুই ফোটা ঘন হারপিক...! যে কোনো মানুষের নাকের বাঁশি গন্ধের চোটে গুঁড়া হওয়ার অবস্থা! তবে তারও আগে কানের পর্দা খতম! জায়গাটা মানুষের জন্য তেমন উপযোগী না। সব অমানুষ আর জানোয়ারেরা এখানে ব্যবসা করে। 'জয় গামলা' বলে শ্লোগান দেয়। ভাল মানুষেরা এখানে ধরা খায়। চোর-বাটপার, দালাল আর গরু-বেপারিরা এখানে রাজত্ব চালায়। যারা নিজেদের ঘামে-রক্তে, সারা বছর গরু 'মোটাতাজকরণ' কর্মসূচি করে; তাদের পশু এখানে দু'পয়সায় বিক্রি হয়। এটা এক আজীব দেশ। অদ্ভূত তার হাঁটবাজার।...(চলবে)

(এটি একটি কল্পিত গল্প। বাস্তবের সাথে এর কোনো মিল নেই)

বিষয়: বিবিধ

১২৬৫ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

209490
১৮ এপ্রিল ২০১৪ দুপুর ০২:৩৭
হতভাগা লিখেছেন :
''হঠাৎ এক গরু লাজ-শরমের মাথা খেয়ে সবার সামনেই লাদা ছেড়ে দিল। ''



''পায়খানা-প্রস্রাবে একাকার হয়ে গেছে মাটির চেহারা।''



এই অতীব সুন্দর ও প্রান্জল ভাষা নিয়ে যে পোস্ট তা স্টিকি করা হৌক , সিরিয়ালি । সিরিয়াসলি ।

''কোনো 'হারপিক' থাকলে ভাল হইত। সবার নাকে দুই ফোটা ঘন হারপিক...!''


০ সবার জন্য হারপিক , আর আপনার জন্য প্রতি পর্ব পোস্টের পর এইটা


১৮ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:২৭
157980
ইমরান বিন আনোয়ার লিখেছেন : আপনার সমালোচনা এবং প্রশংসা, দু'টোই আন্তরিকভাবে গ্রহন করলাম। আপনার দেয়া উপহার (LISTERINE) সম্পর্কে আমার কোনো ধারণা নেই। তাই আপাতত সেটা গ্রহণ করতে পারছিনা। ধন্যবাদ।
১৮ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:৪০
157981
হতভাগা লিখেছেন : LISTERINE হচ্ছে একটা Mouth wash
209499
১৮ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:১২
সন্ধাতারা লিখেছেন : বর্তমান দেশের প্রেক্ষাপটে এটি একটি চমৎকার লেখা ও ভাষার উপস্থাপনে যথার্থ পোষ্ট। যার প্রতিটি শব্দ আকর্ষণীয় এবং বাস্তবতার সাথে সাদৃশ্যপূর্ণ কিন্তু শেষের বাক্যটি পড়ে হতাশ হয়েছি, কল্পিত!
বর্তমান দেশের প্রেক্ষাপটে এটি একটি চমৎকার লেখা ও ভাষার উপস্থাপনে যথার্থ পোষ্ট। যার প্রতিটি শব্দ আকর্ষণীয় এবং বাস্তবতার সাথে সাদৃশ্যপূর্ণ কিন্তু শেষের বাক্যটি পড়ে হতাশ হয়েছি, কল্পিত!
209505
১৮ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:৩১
ইমরান বিন আনোয়ার লিখেছেন : দুঃখিত। আপনাকে হতাশ করতে হল বলে! আসলে আমাদের কল্পনা অনেক সময় বাস্তবতাকেই প্রতিনিধিত্ব করে। আপনার চেনা জগতের সাথে আমার কল্পনা যদি মিলে যায়, তবে বুঝতে হবে আমাদের পৃথিবীটা খুব ভাল অবস্থানে নেই। দোয়া করি ভাল থাকবেন।
209576
১৮ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:০৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সত্য অনেক সময় কল্পনার থেকে ভয়ংকর হয়!!!
১৮ এপ্রিল ২০১৪ রাত ০৮:১২
158082
ইমরান বিন আনোয়ার লিখেছেন : ঠিক বলেছেন! কল্পনা নয়, বাস্তবতাই বেশি বেদনাদায়ক হয়।
209619
১৮ এপ্রিল ২০১৪ রাত ০৮:০৩
মাটিরলাঠি লিখেছেন :
(এটি একটি কল্পিত গল্প। বাস্তবের সাথে এর মিল থাকিলে তাহা কাকতালীয় নহে ও লেখক দায়ী নহে)
209625
১৮ এপ্রিল ২০১৪ রাত ০৮:১৪
ইমরান বিন আনোয়ার লিখেছেন : সম্ভবত আপনার কথাই ঠিক! ফ্যাশন বলে একটা কথা আছে। কল্পনারা কখনো বাস্তব হবেনা এই নিশ্চয়তা কে দিতে পারে।
209891
১৯ এপ্রিল ২০১৪ সকাল ০৮:৪৬
আল সাঈদ লিখেছেন : Genius Thinking and So genius.
210009
১৯ এপ্রিল ২০১৪ দুপুর ০১:৪০
ইমরান বিন আনোয়ার লিখেছেন : ধন্যবাদ। পরের পোস্টটি পড়ার আমন্ত্রণ রইল।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File