কিছু মন্দ কথা আমি বলতে চাই
লিখেছেন লিখেছেন ইমরান বিন আনোয়ার ০৭ এপ্রিল, ২০১৪, ১০:৫২:২৯ সকাল
আমি আমার সাত বছর বয়স থেকেই কওমি-পরিবারের অংশ হয়ে আছি। এখন আমার তেইশ' চলছে। দীর্ঘ প্রায় সতের বছরের বাস্তব অভিজ্ঞতায় আমি যা বুঝেছি সেটা হল, কওমী-শিক্ষা আমাদের ইসলাম ধর্মের প্রকৃত নির্দেশনাকে পুর্ণ করতে পারছেনা। কেন পারছেনা সেটা বলতে গেলেই জানি সবাই মুখ ভেংচে বলে দেবে, 'হয়ে গেছে পথভ্রষ্ট!' অথচ এই কথাগুলো সবার মাঝে চর্চিত হওয়া দরকার। সবার অন্তরিক পরামর্শ ও সম্মিলিত প্রচেষ্টায় কওমী শিক্ষার একটি সুদৃঢ় অবকাঠামো তৈরী করা প্রয়োজন। নতুবা সমাজ-সংস্কৃতি ও মানুষের জীবনবোধকে পাশ কাটিয়ে যে অপরিকল্পিত ঠুনকো শিক্ষানীতি আমরা শত বছর ধরে গলঃধরণ করে আসছি, তা দিয়ে আমাদের স্বপ্নবান শিক্ষার্থীদের জ্ঞানের পিপাসাতো মিটবেইনা; উল্টো তাদের ভবিষ্যত-কামনাগুলো ব্যর্থতার নিকষ আঁধারে ছেয়ে যাবে। যাবেনা, আসলে যাচ্ছে। একটা কথা 'নীতিনির্ধারক'দের বুঝা উচিৎ, পবিত্র কোরআন ও হাদীসের জ্ঞান হল সকল জ্ঞানের উৎস। অতএব এর পাঠপদ্ধতিও হতে হবে সর্বোৎকৃষ্ট। গোলাপকে শুধুমাত্র আলমিরায় সাজিয়ে রাখলে সুন্দর হয়ত দেখাবে, তবে এর প্রকৃত ভালবাসা ও কমনীয় সৌরভ কোনোভাবেই উপলব্ধি করা যাবেনা।...(চলবে)
বিষয়: বিবিধ
১০৪০ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এটা নিয়ে কতৃপক্ষের সাথে আলোচনায় বসে যান।
এখানে এমন এক জায়গা যেখানে মানুষের বা প্রতিষ্টানের ভুলত্রুটি প্রমান সহকারে দেখানো হয় যা কর্তৃপক্ষের নজর কাটে
এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা দরকার।
মন্তব্য করতে লগইন করুন