হয়তো আমি মানুষ নই, 'রোহিঙ্গা'

লিখেছেন লিখেছেন ইমরান বিন আনোয়ার ১৩ মার্চ, ২০১৪, ০১:৩৯:৫৪ রাত

কতটা আড়ম্বরে, 'মমতা'র ঢোল পিটিয়ে

আমাকে সবাই 'রোহিঙ্গা' বল!

সাত-সাগর পাড়ি দিয়ে এসে আমার ত্রাণকর্তা

আকাশ-চড়ুইয়ে একটু সুশীতল স্পর্শ নেই বলেই তো

আমাকে না দেখে চলে গেছে!

হয়ত আমি মানুষ নই, 'রোহিঙ্গা',

তাই বলে কি আমি বুঝিনা তোমাদের কষ্ট?

হাজার বছর ধরে আমার পূর্ব-পুরুষগণ,

যে অপরাধ করে গেছে নিজেদের অজান্তে,

তার শাস্তি তো আমায় পেতেই হবে!

তাই মৃত্যু-খাদ তৈরি কর।

আমার অন্ত্যেষ্টিক্রিয়ায় যাতে সুখের প্রলেপ পড়ে-

তাই সেখানে কিছু গাছ-পালা জড়ো করে

আমাকে বসিয়ে দাও মাঝখানে, আগুন ধরিয়ে!

তারপর, আমার পোড়া মাংসের ঘ্রাণে

তোমাদের জিভে জল এলে

উল্লাসে ফেটে পড়ো- বিজয়ের নৃত্তে।

হয়ত আমি মানুষ নই, 'রোহিঙ্গা',

তাই বলে কি আমি বুঝিনা তোমাদের কামনা?

কারো কথায় কান দিওনা,

অনেকেই ছিঃছিঃ করবে

কেউ আবার ভনিতা মিশিয়ে প্রতিবাদও জানাবে।

তবে আমি যে 'চোর', 'ধর্ষক' এটাতো সবাই জানে!

ভিটে-মাটি ছেড়ে আশ্রয় খুঁজতে গেলে

সাগরে আমার নৌকাটি ডুবিয়ে দিয়ো।

হয়ত আমি মানুষ নই, 'রোহিঙ্গা',

তাই বলে কি আমি বুঝিনা তোমাদের উদারতা!

আমার চেয়ে ওই প্রাসাদোপম মন্দির,

যেখানে সোনালী-ভক্তিতে জেগে আছে 'শান্তির-সুপুরুষ',

জগতের সকল জীবের সুখ বিলায়ে;

আহা কতটা শ্রেয়!

এখানে এলে চোখের জল, বস্ত্রহীন অসভ্য-মিনতি

দেখতে হতো তোমাদের!

তোমাদের ইচ্ছে-পোষণই

আমাদের বেঁচে থাকার অধিকার,

হয়ত আমি মানুষ নই, 'রোহিঙ্গা',

তাই বলে কি আমি বুঝিনা এই নীতিমালা?

তোমাদের কাছে প্রার্থনা করি,

আমাকে কেন সহানুভূতি দেখাও?

তারচেয়ে বরং তোমাদের অন্তরে

ঘৃণার যে হিংস্রতা ঘাপটি মেরে আছে,

সে তীব্র অন্তর-জ্বালায় আমাকে পিষে ফেলো!

সময়টা এখন তোমাদের...

আমি মেনে নিচ্ছি, এই বিজয় তোমাদের।

বিষয়: বিবিধ

১২৬৯ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

191491
১৩ মার্চ ২০১৪ রাত ০৩:৫২
ভিশু লিখেছেন : চমৎকার স্যাটায়ার!
ভালো লিখেছেন!
ধন্যবাদ!
১৩ মার্চ ২০১৪ দুপুর ০২:০৮
142570
ইমরান বিন আনোয়ার লিখেছেন : ধন্যবাদ আপনাকেও।
191492
১৩ মার্চ ২০১৪ রাত ০৩:৫৭
আরোহী রায়হান প্রিয়ন্তি লিখেছেন : ভালো লিখেছেন। Rose Good Luck Rose
১৩ মার্চ ২০১৪ দুপুর ০২:০৯
142572
ইমরান বিন আনোয়ার লিখেছেন : শুকরিয়া।
191519
১৩ মার্চ ২০১৪ সকাল ০৫:৩৪
গৃহস্থের কইন্যা লিখেছেন : আপনার মত মিসকিনরা অযথাই পেরেশান, মুসলিম উম্মার! এতবড় সৌদি আরব থাকতে রহিঙ্গা নিয়ে ভাবনা কিসের?
১৩ মার্চ ২০১৪ দুপুর ০২:১০
142574
ইমরান বিন আনোয়ার লিখেছেন : হয়ত!
191532
১৩ মার্চ ২০১৪ সকাল ০৭:৪৯
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : কবিতাটা সুন্দর, কিন্তু কথাগুলো খুব কষ্টের। Sad Sad অনেক ধন্যবাদ আপনাকে Rose Rose
191577
১৩ মার্চ ২০১৪ সকাল ১০:৫০
ইমরান বিন আনোয়ার লিখেছেন : সবাইকে ধন্যবাদ। আমাদের ভালবাসা ও সহানুভুতি তাদের কষ্টকে হয়ত লাঘব করবেনা, তবে তাদের জন্য আমাদের অক্ষম আবেগের বার্তাটা তাদের কাছে ঠিকই পৌছবে, এই কামনা করছি। আল্লাহ তা'আলা আমাদের সকল মুসলিম ভাই-বোনদের হেফাজত করুন। আমীন।
191655
১৩ মার্চ ২০১৪ দুপুর ০১:৪০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো
এদেরকে দেখেছি ছোটকাল থেকেই এক বঞ্চিত জনগোষ্ঠি। দুর্ভাগ্য আমাদের বৃটিশ এর কেরানির শিক্ষার গর্বে এই পরিশ্রমি জনগোষ্ঠিকে অশিক্ষিত ও মানুষ বলে আমরা গন্য করিনা।
১৩ মার্চ ২০১৪ দুপুর ০২:১১
142576
ইমরান বিন আনোয়ার লিখেছেন : হ্যা, ঠিক আপনি যেমনটি বলেছেন।
191673
১৩ মার্চ ২০১৪ দুপুর ০২:১৮
বিন হারুন লিখেছেন : মুসলিমদের অনৈক্যের সুযোগ কাফের রা ঠিকভাবে ব্যবহার করছে. আর ধনী মুসলিমগুলো এখনো নারী-মদ নিয়ে ব্যস্ত
১৩ মার্চ ২০১৪ দুপুর ০২:২৬
142580
ইমরান বিন আনোয়ার লিখেছেন : ঠিক বলেছেন।
191683
১৩ মার্চ ২০১৪ দুপুর ০২:৫৭
শফিউর রহমান লিখেছেন : কে জানে হয়তো কয়েক বছর, বা দশক বাদে আমাদের প্রজন্মরা এমন অবস্থার শিকার হবে আর অন্যেরা তাদেরকে নিয়ে এমন করে কবিতা লিখবে। কারণ আজ আমরাই যে নিজ দেশে পরবাসী। কাল কি আরও ভয়াবহ হবে না অবস্থা? তখন মুসলিম নাম নিয়ে বাঁচতে পারবেতো আমাদের প্রজন্মরা?

আপনার সিদ্ধান্ত, আপনি আপনার প্রজন্মের জন্য কেমন আবাস রেখে যেতে চান। যদি আজ লড়তে ভয় পান, তবে আপনার পরবর্তী প্রজন্ম আপনার জন্য অভিসাঁপ দেবে, অথবা নিজেই জুলুমবাজ হবে - সন্দেহ নাই।

মুসলমানরা যেদিন থেকে জিহাদের মর্মবাণী ভুলে গেছে, সেদিন থেকে সাগরের বুদবুদে ফেনার মতো হয়ে গেছে। বাঁচতে চান মানুষের মতো? জিহাদের বিকল্প নাই।
191718
১৩ মার্চ ২০১৪ বিকাল ০৪:০১
ইমরান বিন আনোয়ার লিখেছেন : طبعا، لا ريب فيه আপনার কথায় নূনতম সন্দেহও নেই। আমি শতভাগ একমত পোষণ করছি। জিহাদ ছাড়া মুসলমানদের আর কোনো উপায় নেই।
১০
191794
১৩ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:১৩
সজল আহমেদ লিখেছেন : মোদের জাতী ভাই রোহিঙ্গাদের জন্য কি মোরা কিছুই করতে পারিনা?
১১
191814
১৩ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৫৩
ইমরান বিন আনোয়ার লিখেছেন : আমরা চাইলে অনেক কিছুই করতে পারি। তবে সমস্যা হল, আমরা কখনো চাইনা। আল্লাহ আমাদেরকে তৌফীক দিন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File