হাঁটছে পা হাঁটুক অবিরাম

লিখেছেন লিখেছেন কয়েছ আহমদ বকুল ১২ নভেম্বর, ২০১৪, ০৭:৫৩:৪৫ সকাল

হাঁটছে পা হাঁটুক অবিরাম

কয়েছ আহমদ বকুল

_________________________

অধিকার থেকে প্রবঞ্চনার পথে তোমার পা

বিভ্রান্তির তরলে মোড়া সোনা পা

আমার নুপূর খুলে খোলস পায়ে

খারাপ সংজ্ঞার সুখ অভিমানে করেছ বরণ

মন ফেরে, পা ফেরে না

বুক কাঁপে, কাঁপেনা অধর

কট্টর কমরেড তুমি

ভুল মন্ত্রের ধিক্কা নিয়ে ফাঁসি পথে বাড়িয়েছ পা

তুমিতো উতল ছিলে চঞ্চল রমণী

লুকোচুরি চোখে এখন সত্তার লড়াই

ভুল পথের কাঁটা পায়ে

জীবনের স্বপ্ন ভুলে পুরান পতনে হাঁটে পা

তোমার কোলের কাছে গোপনে জমা আছে

চোখ খুলে দেখ এক ছোট্ট শহর

হাঁটছে পা হাঁটুক অবিরাম

কোল শহর লালন করে আমারই প্রার্থনা সন্তান।

যুক্তরাজ্য

১২/১১/২০১৪

বিষয়: বিবিধ

১০৭৫ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

283473
১২ নভেম্বর ২০১৪ সকাল ০৭:৫৯
মামুন লিখেছেন : খুব সুন্দর লিখেছেন! অসাধারণ অনুভূতি! ভালো লাগা রেখে যাচ্ছি। Thumbs Up Bee Bee
১২ নভেম্বর ২০১৪ সকাল ০৯:৩৩
226665
কয়েছ আহমদ বকুল লিখেছেন : অনুভূতি জানিয়ে অনুপ্রাণিত করার জন্য অন্তর নিসৃত কৃতজ্ঞতা।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File