তুমি এক নীল দ্রবণের পেয়ালা রঙ্গিন // কয়েছ আহমদ বকুল
লিখেছেন লিখেছেন কয়েছ আহমদ বকুল ২২ জুলাই, ২০১৪, ১০:০৩:২৪ সকাল
তুমি এক নীল দ্রবণের পেয়ালা রঙ্গিন // কয়েছ আহমদ বকুল
তিল তিল তপস্যা তিয়াস পদদলন শেষে
রুদ্র তাপসী
আশ্বিন গন্ধের জড়তায়
আকণ্ঠ পান করো পৌষের পার্বণ
খেলাচ্ছলে চড়েছিলে গোপন নৌকায়
ঝাপসা শিথল জলে
সাজিয়েছিলে পুঞ্জ পুঞ্জ ব্যাকুল শরম
দুর্লব উৎকণ্ঠার নদী
সরল পালংকে ফাঁড়ী দেবার করেছিলে পণ
আজ তুমি স্রষ্টার বিষ্ময়
অবজ্ঞা আগ্নেয়গিরির ভ্রম সকল
প্রবল টলোমলে আমার আবর্তে ঢেলে
তুমি এক নীল দ্রবণের পেয়ালা রঙ্গিন।
বিষয়: বিবিধ
১১৫৪ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন