আকাশ তুমি, আকাশ ভাঙা চাঁদের হাসি
লিখেছেন লিখেছেন কয়েছ আহমদ বকুল ০৩ জুলাই, ২০১৪, ০৮:৫৩:৫৯ সকাল
আকাশ তুমি, আকাশ ভাঙা চাঁদের হাসি
{} কয়েছ আহমদ বকুল {}
আমার নৈবেদ্য পীড়িত জীবনের
একমাত্র অর্জন তুমি, বিসর্জনও
ব্রাত্য আমি জন্যে তোমার
তুমিই তো সমাজ কিংবা অচ্ছুত এই বুকের স্বজন
তুমি আমার নির্ভার আমি
তোমাতেই দ্রোহ জ্বলে
তুমি একা নগ্ন রাত্রী
তুমিই একা ঈশ্বর আপন
প্রাপ্তি তুমি, অপ্রাপ্তিও
নৃত্যরত নুপূর তুমি
জপমালায় তুমিই জাগো
তুমি আমার দিগন্ত লোভ
তুমিই আমায় লুকিয়ে রাখো গৃহকোণে গৃহি করে
তুমি ছিলে দ্যোতনাতে
চিৎকার তুমি
স্বরলিপির চুর্ণ চুড়ার তুমিই শাসন
আকাশ তুমি, আকাশ ভাঙা চাঁদের হাসি
দূর উদাসিন মেঘের গাঙ্গের আকুল বাঁশী।
০৩/০৭/২০১৪
যুক্তরাজ্য
বিষয়: বিবিধ
১০৯৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন