একটি সশস্ত্র প্রেমের কবিতা // কয়েছ আহমদ বকুল

লিখেছেন লিখেছেন কয়েছ আহমদ বকুল ২৫ জুন, ২০১৪, ০৪:১৮:৪৩ রাত

একটি সশস্ত্র প্রেমের কবিতা // কয়েছ আহমদ বকুল

০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০

আমার বাহাদুরি সব

পুরুষালী সবল প্রতিঘাত

কিংবা কাপুরুষির কঠিন কংকাল

তোমার জিহ্বা চিহ্নে হেনস্থা ভীষণ

তোমার বাক্য বন্যায় আমিই অন্যায় হই

ব্যাঘ্র থেকে হই এক সামান্য ইঁদুর শাবক

রাত গভীর হলে

একুরিয়ামের বন্দিশালায়

আমি শালা চুপসে যাওয়া মাছের মতো

আবিরত নতজানু তোমার নিম্ন নখের নরম শোভায়

তোমাকে ভালোবাসি বলে

অথাবা তুমি জানো আমি অগম্য তাই

শতেক আঘাত শেষে

প্রতিঘাতের অস্ত্র সব কেড়ে নেয়

কেবল কিছু দীঘল চুল

কেবল কিছু ঠোঁটের লাল

কেবল কিছু চোখের কাজল।

২৪/০৬/২০১৪

যুক্তরাজ্য।

বিষয়: বিবিধ

১২১৮ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

238608
২৫ জুন ২০১৪ সকাল ০৯:৩২
জোনাকি লিখেছেন : জটিল।
২৫ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:১৩
185250
কয়েছ আহমদ বকুল লিখেছেন : কেন জটিল বললে সহজ হতে চেষ্টা করতাম। আপনাকে অনেক ভালোবাসা।
২৫ জুন ২০১৪ রাত ০৮:৪৫
185319
জোনাকি লিখেছেন : প্রথমতঃ নাম সহ কবিতাটা ইউনিক। অর্থাৎ জটিল ভালো অর্থে।
দ্বিতীয়তঃ-বুঝিনাইক্কা।
238656
২৫ জুন ২০১৪ সকাল ১১:৩৩
সন্ধাতারা লিখেছেন : অনেক ধন্যবাদ ভালো লাগলো
২৫ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:১৪
185253
কয়েছ আহমদ বকুল লিখেছেন : ভালো লাগা ভালো লাগলো। অনিঃশেষ ভালোবাসা।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File