তুমি আমার অবুঝ বোকা সবুজ অহংকার
লিখেছেন লিখেছেন কয়েছ আহমদ বকুল ০৬ জুন, ২০১৪, ০৮:৩৫:২৮ সকাল
তুমি আমার অবুঝ বোকা সবুজ অহংকার
। । কয়েছ আহমদ বকুল । ।
তোমার অবুঝতার শৈল্পিক অত্যাচারে
নির্মাণ হয় অর্ঘ্য রেণু
স্বপ্নরা আড়ষ্টতা ভাঙে
হু হু বুকের জমিন জলেল শুভ্রতায় হয় স্পিত
এইটুকুন অবুঝ মন তোমার
দুঃসাহসের বিষ জলে সাঁতার শেখায়
ক্ষুধানন্দে ফুটায় মুখে অলস চিৎকার
ইচ্ছাগুলো আশাগুলো হত্যা করে
অবুঝ তুমি উজ্জল মৃত্যু - কষ্টবৃষ্টি
আমার সকল সৃষ্টি তুমি তোমার অবুঝ
এখন তোমার কাঁচা সময়
কঠিন ভাঙার অবুঝ সময়
তাইতো আমার বুকখানী দেই ভাঙো বারংবার
তুমি আমার অবুঝ বোকা সবুজ অহংকার।
বিষয়: বিবিধ
৯৯৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন