প্রিয়তম তরলে আজ তস্কর স্বপ্নেরা জ্বলে উঠে

লিখেছেন লিখেছেন কয়েছ আহমদ বকুল ০৪ জুন, ২০১৪, ০৬:৫২:০০ সকাল

প্রিয়তম তরলে আজ তস্কর স্বপ্নেরা জ্বলে উঠে

।। কয়েছ আহমদ বকুল ।।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

কষ্টার্জিত ভালো মানুষী সব

অনায়াসে বিলীন করে দিয়েছি

তোমার খোলা বিনুনির বিপুল বৈপ্লবিক বিন্যাসে

পুরুষ সুত্রে বুকে লোভ চাই

চোখে লালসা আর মননে পাবার তিয়াস

সস্তা শান্তির আশায়

সব লুকিয়ে সর্বশ্রান্ত ছিলাম বহু বরিষন সন্ধ্যা

কৃষ্ণকাল পেরুতে পেরুতে

স্রোতে ভাসা তোমার প্রীতে অকস্মাত আমিও পুরুষ

ওষ্ট পূর্নিমায় তোমার পরম জল

প্রিয়তম তরলে আজ তস্কর স্বপ্নেরা জ্বলে উঠে।

বিষয়: বিবিধ

১০১১ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

230401
০৪ জুন ২০১৪ সকাল ১১:৩৪
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : তরুনীর বিনুনীর বিপুল বৈপ্লবিক বিন্যাস তো নিমিষেই হরণ করিয়ে দেয় পুরুষের কষ্টার্যিত সব ভালোমানুষী! দারুন লিখেছেন শুভ কামনা রইলো।
অন্যের লেখা পড়বেন কমেন্টও করবেন আশা করি খারাপ হবে না ছোট্ট পরামর্শ!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File