নরম দুঃখের দুঃখবতী মেয়ে

লিখেছেন লিখেছেন কয়েছ আহমদ বকুল ০২ জুন, ২০১৪, ০৬:১১:২৮ সকাল

নরম দুঃখের দুঃখবতী মেয়ে

।। কয়েছ আহমদ বকুল ।।

তুমি এখন বিষম কাবু

নরম দুঃখে

তোমার এখন অগ্নি বর্ষা

গোপন চোখে

তোমার যদি এমনতর

কষ্ট ব্যাথা

কেমন করে ফোটাও চোখে

স্বপ্ন কথা

কেমন করে অমন উজাড়

হাসির বানে

জাগো নিত্য নিথর কবির

কাব্য গানে

এসো তুমি তোমার মতো

ভাঙো গড়ো

ইচ্ছে রোদের আকাশ জুড়ে

অসীম উড়ো

এসো তোমার শিশির চোখে

রুদ্র আঁকি

ভালো থাকা ছাড়া অন্য

সবই ফাঁকি

নরম দুঃখের দুঃখবতী

মেয়ে শুনো

বাঁচতে হলে ভেজা চোখে

স্বপ্ন বুনো.......

বিষয়: বিবিধ

১০৫৮ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

229579
০২ জুন ২০১৪ দুপুর ০৩:৪১
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : চমৎকার কবিতা। দারুন বিষয় ভাবনাও। আপনার সহজ সরল সুন্দর একটি কবিতা পড়লাম। ভালো লাগলো অনেক ধন্যবাদ শুভকামনা রইলো।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File