কবিতা
লিখেছেন লিখেছেন কয়েছ আহমদ বকুল ২৭ মে, ২০১৪, ০৭:৪৬:৪২ সকাল
কবি এক ধুলি উড়া অনুল্লেখ অন্ধ শাপদ
।।কয়েছ আহমদ বকুল।।
ক্ষুধার্ত অক্ষর কিছু
ছিনাল মগজের আয়ু খায়
অভ্যন্তরীণ কলহ সংবাদ
কবিতায় লিখতে লিখতে
কৃষ্ণপক্ষে লাল ঠোঁটের নীল প্রলাপে নতজানু,
পাপার্থে কবিও সঙ্গম লোভী
সস্তা দরে বিক্রিত হয় গৃহী কবির
কৃষক খামার
ছোট নদী
পাল উড়া ছঁই নৌকায় উল্টা বাতাস
মৃদুস্রোতে লক্ষ্যভেদ ভুলে ভুলে
কবি এক ধুলি উড়া অনুল্লেখ অন্ধ শাপদ
শিল্পোত্তীর্ণ মানষিক ভীতি
বেলেল্লা কলমের শোষন শেষে
প্রিয়তম বদনাম অঙ্কন ভঙ্গি ধরা বিয়ান পিপাসায়।
পাদটীকাঃ- ভঙ্গি ও বিয়ান শব্দ দু'টি যথাক্রমে ভান ও সকাল শব্দের সিলেটি প্রতিশব্দ।
বিষয়: বিবিধ
১১৪৮ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন