মুক্তি চাই
লিখেছেন লিখেছেন সালাহ খান ০১ মে, ২০১৪, ০৪:১০:১৪ বিকাল
স্বাধীনতার স্বপ্ন পুরুষ
মুজিব তার নাম ।
৭ মার্চের এক ভাষনে
হলো তার সুনাম ।
প্রধানমন্ত্রী চাই না আমি
চাই মুক্তি বাংলার ।
গলায় ফাঁস দিলেও তুমি
বাংলায় কবর ।
রক্ত যখন দিয়েছি
দিয়ে যাব আরো ।
অস্ত্র যখন ধরেছি
দেখি কত পারো ।
বিদ্রোহী আত্নার জাতি
পারি কি হারতে ।
জয় ছাড়া প্রিয় ভ্রাতি
জানি না ফিরতে ।
শহীদ জিয়ার ইশারায়
জাতি মরন পন ।
হাজার প্রানের বিনিময়
রাখে মায়ের মান ।
বিষয়: সাহিত্য
১২৭৬ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন