মনোকষ্ট
লিখেছেন লিখেছেন সালাহ খান ২৩ এপ্রিল, ২০১৪, ০৩:৩৪:৩৭ দুপুর
চাঁদের দিকে তাকাতেই
চোখ গেল থেমে ।
আসবে বুঝি প্রিয় চাঁদ
আমার কাছে নেমে ।
চাঁদ খুব কাছে এল
মাটির পৃথিবীর ।
রিমিঝিমি দোল খেল
ভেতরও বাহির ।
চাঁদকে আমি ঘুম পাড়াব
গল্প শুনিয়ে ।
হাত পাখার বাতাস দেব
নিজে বানিয়ে ।
খানিক পরে প্রিয় চাঁদ
গেল দূরে চলে ।
বেঁধে রাখ মনের স্বাদ
আসি আসি বলে ।
চাঁদ আর এলনা ফিরে
দেয়া কথা মত ।
বেঁচে আছি লোকের ভিড়ে
দুখ নিয়ে শত ।
বিষয়: সাহিত্য
১৩২৮ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভালো লাগলো কবিতা।
মন্তব্য করতে লগইন করুন