প্রবাসী ট্রাজেডি - চরম অভিশাপ
লিখেছেন লিখেছেন সালাহ খান ২২ এপ্রিল, ২০১৪, ১০:৫৫:৩০ রাত
মায়ের কানের দুল , বোনের জমানো মাটির হাড়ির অর্থ , সোনাবধুর গলার হার ও বাবার ভিটেমাটি খুইয়ে প্রবাসে এসেছি , রুটি- রুজির তাড়নায় । পরিবারের মুখেও দু মুঠো ভাত তুলে দিতে পারব , আর সাথে কিছু কর্মসংস্থান করে দিতে পারব , যেখানে দেশের কিছু বেকার তাদের বেকারত্বকে নির্বাসন দিতে পারবে । ধীরে ধীরে পরিনত হবে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলা আর প্রধানমন্ত্রীর মধ্যম আয়ের দেশ । কিন্তু আমাদের বর্তমান সরকারের চরম একগুয়েমীর কারনে , আজ প্রবাসীরা আরব আমিরাতে বড় শঙ্কার সাথে রাত যাপন করছে ।
হাড় খাটুনি শ্রম শেষে যখন রাতের বিছানায় গায়ে এলিয়ে দিই , তখন ঘুমানোর পরিবর্তে দেশে আসার শংকা নিয়ে রাত যাপন করতে হয় । কখনো ঘুম এলেও শেষ রাতে ঘুম ভেঙ্গে যায় , এই বুঝি দেশে পাঠিয়ে দেয়া হল । আসলে এভাবে বেচে থাকা যায় না , চিন্তা নিয়ে টিকে থাকা যায় না । এত কষ্ট করে প্রবাসে আসলাম , দেশকে এগিয়ে নিবার জন্য আর সেই দেশের সরকারের ভুল সিদ্ধান্তের কারনে আজ রাতের ঘুম হারাম হয়ে যাচ্ছে ।
প্রধানমন্ত্রী আসুন , দেখুন - আমরা প্রবাসীরা কত সমস্যায় আছি । আমরা কিছু বললেই আপনারা বলেন , প্রবাসীদের মাঝে অপরাধ প্রবনতা বেড়ে যাওয়াতে আমাদেরকে পাঠিয়ে দেয়া হচ্ছে । কিন্তু বুকে হাত দিয়ে বলতে পারবেন , এখানে মদ্যপ অবস্থায় একটা বাংলাদেশীকে গ্রেফতার করা হয়েছে । আমরা জানি , ভাগিনা জয়কে মদ্যাপ অবস্থায় আমেরিকার পুলিশ গ্রেফতার করেছে , জেলে নিয়েছে , জরিমানাও করেছে । তবুও ভাগিনা জয় , কাজ না করেও কিনেছে একে একে পাঁচ সাতটি বাড়ি । আর আমরা রক্ত ঘামিয়ে শ্রম করেও ঢাকার তিনটা ফ্লাটের মালিক হতে পারিনি । এটা হয়ত আমাদের ব্যর্থতা । কারন , আমরা জন্মেছি সাধারন ঘরে । ভাগিনা জয় - সায়মা বা তারেক - কোকোর মত সোনার চামচ মুখে নিয়ে জন্মাই নি ।
তবে আমরা যা করেছি তাতে আছে শান্তির সুবাতাস । আর জয়- সায়মা বা তারেক - কোকোরা যা করেছে তাতে জমা আছে বাংলাদেশের সহজ সরল খেটে খাওয়া মানুষগুলোর বুকফাটা আত্ননাদ । আজ আমরা প্রবাসে বাস করছি চরম অনিশ্চয়তায় । আর আপনারা দিন কাটাচ্ছে সবুজ মখমল আর লাল গালিছা সমৃদ্ধ রাজকীয় প্রাসাদে । আসুন , সমাধান করুন , বঙ্গবন্ধুর সপ্নের দেশ গড়ার কাজে সহযোগিতা করুন ।
যদি না আসেন , তাহলে আমরা অভিশাপ দেবো ; চরম অভিশাপ । যে অভিশাপে ভেঙ্গে যাবে , আপনার রাজকীয় প্রাসাদ । আল্লাহর গজব পড়বে আপনাদের উপর । একবার আপনার বাবা লাশ হয়ে পড়েছিল নিজ প্রাসাদে । আর হাসানুল হক ইনু সাহেব সেদিন ট্যাঙ্কের উপর উঠে নাগিন ড্যান্স দেখিয়েছিল । জেনারেল শফিউল্যাহ সাহেব সেদিন , স্বাধীনতার স্বপ্নদ্রষ্টাকে পেছনের দরজা দিয়ে পালানোর পরামর্শ দিয়েছিল । সেই ইনুরা এখনও আপনাকে ঘিরে রেখেছে অক্টোপাশের মত । যে পররাষ্ট্র মন্ত্রী সমস্যা দেখেও আসে না , তার উপর আল্লাহর গজব পড়ুক , আমাদের মত তার সংসার যেন দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে । আপনার বিয়াই সাহেবের উপর আল্লাহর গজব পড়ুক । তারও যেন রাতের ঘুম হারাম হয়ে যায় ।
প্রধান মন্ত্রী আপনি এসে সমস্যার সমাধান করুন । না হলে আপনি সহ সবার পরিবারের উপর আল্লাহর গজব পড়বে । বিদেশী কুত্তায়ও আপনাকে বাঁচাতে পারবে না । আমরা মজলুম । আমাদের ক্ষমতার মোহ নেই । আমরা যেন বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে পারি , তাতে সহযোগিতা করুন । না হলে আল্লাহর গজব থেকে বাঁচতে পারবেন না । ইতিহাস থেকে মিশে যাবে আপনাদের নিশানা । কারন , মজলুম যা বলে - আল্লাহ পাক তা কবুল করে নেন ।
বিষয়: বিবিধ
১১৯১ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন