প্রবাসী ট্রাজেডি - চরম অভিশাপ

লিখেছেন লিখেছেন সালাহ খান ২২ এপ্রিল, ২০১৪, ১০:৫৫:৩০ রাত



মায়ের কানের দুল , বোনের জমানো মাটির হাড়ির অর্থ , সোনাবধুর গলার হার ও বাবার ভিটেমাটি খুইয়ে প্রবাসে এসেছি , রুটি- রুজির তাড়নায় । পরিবারের মুখেও দু মুঠো ভাত তুলে দিতে পারব , আর সাথে কিছু কর্মসংস্থান করে দিতে পারব , যেখানে দেশের কিছু বেকার তাদের বেকারত্বকে নির্বাসন দিতে পারবে । ধীরে ধীরে পরিনত হবে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলা আর প্রধানমন্ত্রীর মধ্যম আয়ের দেশ । কিন্তু আমাদের বর্তমান সরকারের চরম একগুয়েমীর কারনে , আজ প্রবাসীরা আরব আমিরাতে বড় শঙ্কার সাথে রাত যাপন করছে ।

হাড় খাটুনি শ্রম শেষে যখন রাতের বিছানায় গায়ে এলিয়ে দিই , তখন ঘুমানোর পরিবর্তে দেশে আসার শংকা নিয়ে রাত যাপন করতে হয় । কখনো ঘুম এলেও শেষ রাতে ঘুম ভেঙ্গে যায় , এই বুঝি দেশে পাঠিয়ে দেয়া হল । আসলে এভাবে বেচে থাকা যায় না , চিন্তা নিয়ে টিকে থাকা যায় না । এত কষ্ট করে প্রবাসে আসলাম , দেশকে এগিয়ে নিবার জন্য আর সেই দেশের সরকারের ভুল সিদ্ধান্তের কারনে আজ রাতের ঘুম হারাম হয়ে যাচ্ছে ।

প্রধানমন্ত্রী আসুন , দেখুন - আমরা প্রবাসীরা কত সমস্যায় আছি । আমরা কিছু বললেই আপনারা বলেন , প্রবাসীদের মাঝে অপরাধ প্রবনতা বেড়ে যাওয়াতে আমাদেরকে পাঠিয়ে দেয়া হচ্ছে । কিন্তু বুকে হাত দিয়ে বলতে পারবেন , এখানে মদ্যপ অবস্থায় একটা বাংলাদেশীকে গ্রেফতার করা হয়েছে । আমরা জানি , ভাগিনা জয়কে মদ্যাপ অবস্থায় আমেরিকার পুলিশ গ্রেফতার করেছে , জেলে নিয়েছে , জরিমানাও করেছে । তবুও ভাগিনা জয় , কাজ না করেও কিনেছে একে একে পাঁচ সাতটি বাড়ি । আর আমরা রক্ত ঘামিয়ে শ্রম করেও ঢাকার তিনটা ফ্লাটের মালিক হতে পারিনি । এটা হয়ত আমাদের ব্যর্থতা । কারন , আমরা জন্মেছি সাধারন ঘরে । ভাগিনা জয় - সায়মা বা তারেক - কোকোর মত সোনার চামচ মুখে নিয়ে জন্মাই নি ।

তবে আমরা যা করেছি তাতে আছে শান্তির সুবাতাস । আর জয়- সায়মা বা তারেক - কোকোরা যা করেছে তাতে জমা আছে বাংলাদেশের সহজ সরল খেটে খাওয়া মানুষগুলোর বুকফাটা আত্ননাদ । আজ আমরা প্রবাসে বাস করছি চরম অনিশ্চয়তায় । আর আপনারা দিন কাটাচ্ছে সবুজ মখমল আর লাল গালিছা সমৃদ্ধ রাজকীয় প্রাসাদে । আসুন , সমাধান করুন , বঙ্গবন্ধুর সপ্নের দেশ গড়ার কাজে সহযোগিতা করুন ।

যদি না আসেন , তাহলে আমরা অভিশাপ দেবো ; চরম অভিশাপ । যে অভিশাপে ভেঙ্গে যাবে , আপনার রাজকীয় প্রাসাদ । আল্লাহর গজব পড়বে আপনাদের উপর । একবার আপনার বাবা লাশ হয়ে পড়েছিল নিজ প্রাসাদে । আর হাসানুল হক ইনু সাহেব সেদিন ট্যাঙ্কের উপর উঠে নাগিন ড্যান্স দেখিয়েছিল । জেনারেল শফিউল্যাহ সাহেব সেদিন , স্বাধীনতার স্বপ্নদ্রষ্টাকে পেছনের দরজা দিয়ে পালানোর পরামর্শ দিয়েছিল । সেই ইনুরা এখনও আপনাকে ঘিরে রেখেছে অক্টোপাশের মত । যে পররাষ্ট্র মন্ত্রী সমস্যা দেখেও আসে না , তার উপর আল্লাহর গজব পড়ুক , আমাদের মত তার সংসার যেন দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে । আপনার বিয়াই সাহেবের উপর আল্লাহর গজব পড়ুক । তারও যেন রাতের ঘুম হারাম হয়ে যায় ।

প্রধান মন্ত্রী আপনি এসে সমস্যার সমাধান করুন । না হলে আপনি সহ সবার পরিবারের উপর আল্লাহর গজব পড়বে । বিদেশী কুত্তায়ও আপনাকে বাঁচাতে পারবে না । আমরা মজলুম । আমাদের ক্ষমতার মোহ নেই । আমরা যেন বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে পারি , তাতে সহযোগিতা করুন । না হলে আল্লাহর গজব থেকে বাঁচতে পারবেন না । ইতিহাস থেকে মিশে যাবে আপনাদের নিশানা । কারন , মজলুম যা বলে - আল্লাহ পাক তা কবুল করে নেন ।

বিষয়: বিবিধ

১১৯১ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

212013
২২ এপ্রিল ২০১৪ রাত ১১:০৭
ভিশু লিখেছেন : এত কষ্ট?! কি বলেন?! আওমীলীগ ক্ষমতায় আসলে দেশের মানুষ কিছু না কিছু খেতে পারে, রাতে শান্তিতে ঘুমতে পারে! দেখুন, দেশে চলে আসলে ভালো হয় কিনা! Worried Day Dreaming
২২ এপ্রিল ২০১৪ রাত ১১:২২
160310
সালাহ খান লিখেছেন : আমরা বুঝি , কত ধানে কত চাল । যাদের কারনে আজ আমরা কোন কাজে মন বসাতে পারছি না । তাদের উপর আল্লাহর গজব পড়ুক , এই কামনাই রইল । যাহোক , কষ্ট করে সমস্যা সঙ্কুল জীবনের সাথে সহমর্মিতা প্রকাশ করার জন্য ধন্যবাদ ও Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck
212033
২৩ এপ্রিল ২০১৪ রাত ১২:১১
চেয়ারম্যান লিখেছেন : আসলেই। যারা প্রবাসে আছে তারা শুধু বুঝবে
২৩ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৫০
160559
সালাহ খান লিখেছেন : চেয়ারম্যান সাহেব , কষ্ট বুঝার জন্য ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File