কুঠার মার নিজের পায়ে

লিখেছেন লিখেছেন সালাহ খান ১৮ এপ্রিল, ২০১৪, ০৪:২০:৪১ বিকাল



কার জন্য কাজ করব ? কাকে ভাল ভাসব ? আরব আমিরাতে আসার কোন ইচ্ছা আমার কোন কালেই ছিল না । অবশেষে মায়ের চাপে আসতে বাধ্য হয়েছি । যাহোক , এসে কিছু পয়সা দেশে পাঠালাম । গত ডিসেম্বর মাসে নতুন একটা চাকরীর জন্য ইন্টারভিউ দিলাম । পাশও করলাম । দেড় লাখ টাকা সম্মানী আসত , পর্যায়ক্রমে আরো বৃদ্ধি পেত । কিন্তু , সে সুযোগ আর হলো না । কারন আমরা বাংলাদেশী । গত বিশ্ব রপ্তানী মেলার আয়োজক নির্বাচনে ডুবাইকে ভোট না দিয়ে রাশিয়াকে ভোট দিয়ে আমার প্রিয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত আদর করে আমাদের পায়ে কুঠার মেরেছে ।

তবে কিছু খাতকে রাজনীতি মুক্ত রাখতে হয় । বিচার , শিক্ষা , স্বাস্থ্য ও অর্থনীতি । এই চার খাতকে রাজনীতি মুক্ত রাখতে পারলে একটা দেশকে কোন শক্তিই দাবিয়ে রাখতে পারে না । কিন্তু , প্রিয় বাংলাদেশের সরকার সবগুলো খাতকে গুলিয়ে ফেলেছে । আজ এক আবালকে পররাষ্ট্র মন্ত্রনালয়ের দায়িত্বে রাখা হয়েছে । যে প্রবাসীদের কথা ভাবার অবকাশই পায় না । প্রবাসী কল্যান মন্ত্রনালয়ের দায়িত্বে নিয়োজিত বিয়াই সাহেব জেগে জেগে ঘুমান , তাকে ঘুম থেকে জাগাবে কে ? অথচ কেউ যদি এসে আরব আমিরাত সরকারের সাথে সমঝোতা করত । আমাদের বাংলাদেশীদের কপাল খুলে যেত ।

কেউ না আসাতে জোর করে দেশে পাঠিয়ে দেয়া হবে । কিছু বলতে পারব না । কারন বাংলাদেশী । বঙ্গ বন্ধুর স্বপ্নের শোষন মুক্ত দেশ কিভাবে গড়ব ? প্রধান মন্ত্রীর মধ্যম আয়ের দেশই বা কিভাবে উপহার দেব ? প্রশ্নের উত্তর কে দেবে ? অথচ দেশের মানুষ মানব পতাকা ও লাখো কন্ঠে জাতীয় সঙ্গীত গাওয়ার আনন্দে নয় মাসের গর্ভবতী হয়ে এক সাথে চার বাচ্চা প্রসবের অপেক্ষায় আছে - ভালোতো !!!! এমন পাগল জাতি বিশ্বে আর একটাও আছে বলে মনে হয় না । রাজাকারের নাতি ইমরান আর চটি পিয়ালরা স্বাধীনতার ছবক দেয় । বঙ্গ বন্ধু জীবিত থাকলে মনে হয় এই মাতলামি দেখে আত্নহত্যা করতেন ।

বেশি কিছু বললে আবার রাজাকার বানিয়ে জেলে ঢুকানো হবে । বিয়ে করিনি । দেশে গেলে বিয়ের পিঁড়িতে বসতে হবে । বিয়ের আগেই বউকে বিধবা করতে চাই না । পরিবেশবিধ রাজিয়া আপা বিছানায় গেলে দেখতে পায় শূন্য , খেতে বসলে শূন্য , মুখ ধুতে গেলে স্বামীর ছবি ভেসে উঠে । কেউ কি তার কলিজার ছটফটানী শুনতে পাচ্ছেন ? শুধু তার সুন্দর মুখের বক্তব্য শুনেন । এখন তার বুকে যে ঝড় বয়ে যাচ্ছে তা উপলব্ধি করার ক্ষমতা আল্লাহ অতঃপর স্বজন হারানো ব্যতীত কারো পক্ষে কি সম্ভব ? এত সমস্যার পরও আশা দেখি বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলা গড়ার । কারন , আমি আশাবাদী । জয় বাংলা ।

বিষয়: রাজনীতি

১৪০৮ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

209539
১৮ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:২৫
এ কিউ এম ইব্রাহীম লিখেছেন : এত সমস্যার পরও আশা দেখি বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলা গড়ার । কারন , আমি আশাবাদী । জয় বাংলা। বৈদেশিক মুদ্রা সামলা। At Wits' End
১৮ এপ্রিল ২০১৪ রাত ১০:৩৭
158198
সালাহ খান লিখেছেন : কেউ দেশের কথা ভাবে না । বৈদেশিক মুদ্রা সামলাবে কিভাবে । দেশে যারা শাসন করছে । তারাতো নিজের আখের গোছাতে ব্যস্ত
209554
১৮ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:০৫
হতভাগা লিখেছেন : বছর খানেক আগে সৌদিতে ৮ বাংলাদেশীর কল্লা ফালানোতে শাহবাগে ব্যঙ্গ করা হয়েছিল , এটা হয়েছিল ভারতপন্থীদের দ্বারাই ।

এরাই আবার সৌদিদের ক্ষেপিয়ে তুলে , দেখেন আপনাদের দেশে আপনারা বিচার করেন আর উনারা উনাদের দেশে আপনাদের ব্যঙ্গ করে । সৌদি তথা আরবরা কিছু বলে না , শুধু আকামা বাতিল করে দেয় বাংলাদেশীদের ।

বিশ্ব মেলার ঘটনাতেও একই রকম ছবক আছে ।

এর ফলে বাংলাদেশীদের ফিল্ড দখল করে নেবে ভারত বাংলাদেশীদের হুজুগে মাতিয়ে , আরবদের ক্ষেপিয়ে ।

চোরকে বলে চুরি করতে , গৃহস্থকে বলে সজাগ থাকতে ।
১৮ এপ্রিল ২০১৪ রাত ১০:৩৯
158199
সালাহ খান লিখেছেন : ইন্ডিয়ার দোষ দিয়ে লাভ কি , ঘরের শত্রু বিভীষন । আমরা , নিজেরা ভাল হলে ইন্ডিয়া আমাদের কিইবা ক্ষতি করতে পারে । আসলে আমরা হুজুগে বাঙ্গালী ।
209556
১৮ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:১৪
নব দিগন্ত লিখেছেন : যে কোন মূল্যে ক্ষমতার মসনদ দখলে রাখাই এদের প্রধান লক্ষ্য।
১৮ এপ্রিল ২০১৪ রাত ১০:৪১
158200
সালাহ খান লিখেছেন : সবাই ক্ষমতার পাগল , দেশের কথা কেউ ভাবে না । দেশপ্রেমের অভাবে জাতি আজ পঙ্গু প্রায় । ভাল থাকবেন নিরন্তর
209570
১৮ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:৫৪
শিশির ভেজা ভোর লিখেছেন : বেশি কিছু বললে আবার রাজাকার বানিয়ে জেলে ঢুকানো হবে । বিয়ে করিনি । দেশে গেলে বিয়ের পিঁড়িতে বসতে হবে । বিয়ের আগেই বউকে বিধবা করতে চাই না । Big Grin Big Grin Big Grin

মনে এত ভয় ক্যানরে ভাই
১৮ এপ্রিল ২০১৪ রাত ১০:৪৩
158201
সালাহ খান লিখেছেন : দেখেন না কিছু । যে কিছু বলে তাকেই পাঠিয়ে দেয়া হয় না ফেরার দেশে । আমার জন্য চিন্তা হয় না , কিন্তু বিয়ের রাতেই যদি জেলে ঢুকানো হয় , বিবির কলিজার কম্পন থামাবে কে ? আপনিও ভাল থাকবেন
209609
১৮ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৪২
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : জ্বালাময়ী ও হতাশার কথা শুনাইলেন ভাই। আপনার দেশপ্রেম দেখে আমি অভিভুত। দেশের জন্য ভাবার এখনো লোকের অভাব নাই কিন্তু অভাব শুধু ভালো শাসকের। ধন্যবাদ সুন্দর একটি লেখা উপহার দেয়ার জন্য । আপনার আশা একদিন পূর্ণ হবে।
১৮ এপ্রিল ২০১৪ রাত ১০:৪৪
158202
সালাহ খান লিখেছেন : এখানে যা শুনলেন বাস্তবতা আরও অনেক কঠিন । রাতে অনেক সময় ঘুম ভেঙ্গে যায় , ঘুম আসতে চায় না । কেমন দেশে জন্ম নিলাম । লজ্জা লাগে ভাবতে । যে দেশের নেতারা প্রয়োজনে দেশকেও বিক্রি করে দিতে পারে
209616
১৮ এপ্রিল ২০১৪ রাত ০৮:০১
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : প্রবাসী কল্যান মন্ত্রনালয়ের দায়িত্বে নিয়োজিত বিয়াই সাহেব জেগে জেগে ঘুমান , তাকে ঘুম থেকে জাগাবে কে ? অথচ কেউ যদি এসে আরব আমিরাত সরকারের সাথে সমঝোতা করত । আমাদের বাংলাদেশীদের কপাল খুলে যেত ।
*****************************
প্রথমত আমাদের সরকারের যেমনে পারো করো যারে তারে ধরো আন্ধার কোঠায় ভরো...নিজেদের কল্যাণ নিতিই আমাদের ডুবিয়েছে... ভালো লাগলো ধন্যবাদ
১৮ এপ্রিল ২০১৪ রাত ১০:৪৭
158203
সালাহ খান লিখেছেন : কিন্তু কিচ্ছু হবে না , চুড়ীওয়ালাদের দিয়ে কিছু হবে না । এই সরকার ২০৪১ সাল পর্যন্ত অটুট থাকুক তাতে আপত্তি নেই । তবে দেশের কথা নিজের মত ভাববে এটা চাই । কিন্তু এই জিনিসটাই কেউ চাচ্ছেন না ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File