স্বাধীনতা
লিখেছেন লিখেছেন সালাহ খান ২৬ মার্চ, ২০১৪, ০৮:০৩:৪০ রাত
স্বাধীনতা
স্বাধীনতা তুমি কোথায় গেলে
বলনা আমায় ।
আর কতদূর পথ চললে
মিলবে তোমায় ।
আর কতটুকু রক্ত বহালে
আসবে তুমি ঘরে ।
কত মা আর মানিক হারালে
ছুবে সোহাগ ভরে ।
আর কত বোনকে বিধবার সাজ
পরাবে তুমি বারবার ।
আর কত শিশুর কলিজার তাজ -
করবে হেসে ছারখার ।
বিষয়: সাহিত্য
১২৯৯ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন