চাঁদ আসবে

লিখেছেন লিখেছেন সালাহ খান ১৫ মার্চ, ২০১৪, ০৯:৫৮:৩১ রাত



কথা ছিল চাঁদ আসবে

মাটির ঘরে ।

ভালবেসে রাখব তাকে

খাতির করে ।

অবাক মনে চাঁদের আশে -

পথ পানে চেয়ে ।

একদিন সে পড়বে এসে

মেঠো পথ বেয়ে ।

ফের আবার বাঁকা চোখে

সেকি খোয়াবে ।

প্রিয়া আমার হাঁসি মুখে

না না - বাস্তবে ।

চাঁদ আসবে মাটির ঘরে

কত আয়োজন ।

ঘরখানিকে সাজাই - রেখে

শত প্রয়োজন ।

দিন পেরিয়ে মাস আর

বছর গেল চলে ।

চোখের জলে টলমল

প্রেয়সী এল বলে ।

প্রিয় আর এলো না

মাটির ঘরে ।

সে নাকি রয়ে গেছে

নাড়ীর তরে ।

বিষয়: সাহিত্য

১০৯৮ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

192756
১৫ মার্চ ২০১৪ রাত ১১:৪১
ফেরারী মন লিখেছেন : ভালো লাগলো সেইরাম ভালো লাগলো ধন্যবাদ
১৬ মার্চ ২০১৪ রাত ০৯:৪৩
143866
সালাহ খান লিখেছেন : আলহামদুলিল্লাহ । প্রীত হলাম । আপনার জন্যও রইল অনেক অনেক শুভ কামনা
192782
১৬ মার্চ ২০১৪ রাত ০১:৩০
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : সুন্দর লিখেছেন, আপনি আরো সুন্দর লিখতে পারবেন বলে আমি বিশ্বাস করি অনেক ধন্যবাদ
১৬ মার্চ ২০১৪ রাত ০৯:৪৫
143867
সালাহ খান লিখেছেন : আলহামদুলিল্লাহ । আপনার অনুভূতি প্রেরনা হয়ে থাকবে । শুভেচ্ছা জানবেন
192857
১৬ মার্চ ২০১৪ সকাল ১০:০১
মোহাম্মদ লোকমান লিখেছেন : বেশ ভালো লাগলো। Rose
১৬ মার্চ ২০১৪ রাত ০৯:৪৫
143868
সালাহ খান লিখেছেন : আলহামদুলিল্লাহ । আপনার জন্যও রইল অনেক অনেক শুভ কামনা
192923
১৬ মার্চ ২০১৪ দুপুর ০২:৩২
প্রবাসী মজুমদার লিখেছেন : কি অভিব্যক্তি এ আহত মনে। কবিতা লিখাকে আমি প্রাধান্য দেই এ কারণেই যে এটি মানুসের অন্তরাত্বাকে জাগিয়ে তুলে। নিয়ে যায় জ্হানের বিশাল সমুদ্রে। যেখান থেকে কবি তুলে আনে যাদুময় শব্দ।

আপনার কবিতাটি এমনই।
১৬ মার্চ ২০১৪ রাত ০৯:৪৮
143869
সালাহ খান লিখেছেন : আলহামদুলিল্লাহ । আপনার অলঙ্কার পূর্ণ মন্তব্য আমার লিখার গতি বাড়ীয়ে দিবে কয়েকগুন । আপনিও জানবেন অনেক অনেক শুভেচ্ছা
196780
২৩ মার্চ ২০১৪ রাত ১০:০৫
প্রবাসী মজুমদার লিখেছেন : কথা ছিল চাঁদ আসবে
মাটির ঘরে ।
ভালবেসে রাখব তাকে
খাতির করে ।
অবাক মনে চাঁদের আশে -
পথ পানে চেয়ে ।
একদিন সে পড়বে এসে
মেঠো পথ বেয়ে


কবিতা যখন হ্রদয়ের সবটকুন কথা তার কাব্যিক ভাষায় বলে দেয়, তখন আর বলার ভাষা থাকেনা। নাড়ীর টানে ফেরে যাওয়া প্রিয়সীর প্রতিশ্রুতির উপর ভর করে অপেক্সার বাধ ভাঙ্গার যে অনিয়ম তুলে ধরেছেন, সত্যিই চমৎকার।

ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File