চাঁদ আসবে
লিখেছেন লিখেছেন সালাহ খান ১৫ মার্চ, ২০১৪, ০৯:৫৮:৩১ রাত
কথা ছিল চাঁদ আসবে
মাটির ঘরে ।
ভালবেসে রাখব তাকে
খাতির করে ।
অবাক মনে চাঁদের আশে -
পথ পানে চেয়ে ।
একদিন সে পড়বে এসে
মেঠো পথ বেয়ে ।
ফের আবার বাঁকা চোখে
সেকি খোয়াবে ।
প্রিয়া আমার হাঁসি মুখে
না না - বাস্তবে ।
চাঁদ আসবে মাটির ঘরে
কত আয়োজন ।
ঘরখানিকে সাজাই - রেখে
শত প্রয়োজন ।
দিন পেরিয়ে মাস আর
বছর গেল চলে ।
চোখের জলে টলমল
প্রেয়সী এল বলে ।
প্রিয় আর এলো না
মাটির ঘরে ।
সে নাকি রয়ে গেছে
নাড়ীর তরে ।
বিষয়: সাহিত্য
১০৯৮ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনার কবিতাটি এমনই।
মাটির ঘরে ।
ভালবেসে রাখব তাকে
খাতির করে ।
অবাক মনে চাঁদের আশে -
পথ পানে চেয়ে ।
একদিন সে পড়বে এসে
মেঠো পথ বেয়ে
কবিতা যখন হ্রদয়ের সবটকুন কথা তার কাব্যিক ভাষায় বলে দেয়, তখন আর বলার ভাষা থাকেনা। নাড়ীর টানে ফেরে যাওয়া প্রিয়সীর প্রতিশ্রুতির উপর ভর করে অপেক্সার বাধ ভাঙ্গার যে অনিয়ম তুলে ধরেছেন, সত্যিই চমৎকার।
ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন