পাতকী !
লিখেছেন লিখেছেন সালাহ খান ১২ মার্চ, ২০১৪, ০৪:৪৪:১৪ বিকাল
বালিকা তোমার লুকিয়ে রাখ
চোখের আড়াল করে ।
নিজকে আর পুড়াইও না
ভালবাসার ঝড়ে ।
ভালবাসা হায় - পাতকী
জানকি তা তুমি !
জ্বালায় শুধু তুষের মত
শূন্য করে ভূমি ।
কত ভাইয়ের বুক ভেঙ্গেছে
বালিকা তোমার তরে ।
মায়ের চোখের জল আবার
অঝোর ধারায় ঝরে ।
শত বাবা অচিন দেশে
তোমার শোক পেয়ে ।
সুখ পাখি হারায় শেষে
অনল দুঃখ হয়ে ।
বিষয়: সাহিত্য
১১৪৫ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন