হিন্দু - মুসলিম সম্প্রীতি নষ্টের কারন ও কারা দায়ী - দয়া করে সবাই লিখাটি দেখবেন
লিখেছেন লিখেছেন সালাহ খান ০৭ মার্চ, ২০১৪, ০৭:৩৫:৩৮ সন্ধ্যা
কেউ যদি বলে এই দেশে মুসলমান না থাকলে এই দেশ স্বর্গে পরিনত হত , তাহলে উনি যে ইন্ডিয়াকে ইঙ্গিত করে এই উক্তি প্রদান করেছে । তা আমি কেন , একটা নাবালক শিশুও বুঝতে পারে । অথচ আপনি যদি ইন্ডিয়ার দিকে তাকান , তাহলে দেখবেন সেখানে প্রতিনিয়ত অসহায় মা - বোনদের ধর্ষিত হতে হচ্ছে , সেখানে গুজরাট দাঙ্গার নাম করে হাজার হাজার মুসলমানকে পুড়িয়ে মারা হয়েছে । মায়ের সামনে মেয়েকে ধর্ষন করা হয়েছে । ভাতের প্লেট থেকে নিয়ে উঠিয়ে হত্যা করা হয়েছে ।আমি সে দিকে যাচ্ছি না ।
সাম্প্রতিককালে আমাদের দেশেও কিছু ঘটনা ঘটেছে । হিন্দুদের উপর নির্যাতন হয়েছে । যা ইন্ডিয়ার তুলনায় নগন্য । কিন্তু সেটাও আমরা সমর্থন করিনা । কিন্তু রামুর ঘটনার পেছনে , এক অমুসলিম যুবককে মুসলমানদের নবী সঃ নিয়ে খারাপ প্রপাগান্ডার ঘটনা টনিক হিসেবে কাজ করেছে বলে সুশীল সমাজ মনে করেন । তবে সরকার যদি কার্যকরী পদক্ষেপ নিত , তাহলে সেদিনের সে হামলা রুখতে ১০ মিনিটের বেশি প্রয়োজন হত না ।তারপর পাবনার ঘটনা ঘটেছে , আমাদের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু সাহবের প্রত্যক্ষ মদদে ।অধ্যক্ষ আবু সাইয়িদ সাহেব যার জীবন্ত সাক্ষী ।
বিশ্ব সাহিত্য কেন্দ্রের কর্ণধার অধ্যাপক আবু সাইয়ীদ সাহেব থেকে বেশি মুক্ত চিন্তার লোক বাংলার মাটিতে আছে বলে বিশ্বাস করার কারন নেই । যদি কেউ দাবি করেন তাহলে বুঝতে হবে মায়ের চেয়ে মাসীর দরদ বেশি । অথবা ডাল মে কুচ কালা হ্যায় । আমি আপনাদের নিচের কিছু ডকুমেন্ট দিচ্ছি কাদের কারনে , হিন্দু - মুসলিম সম্প্রীতি নষ্ট হচ্ছে । আমার যদি দোষ থাকে , তাহলে আমি আর কখনো ফেসবুকে অন্যায়ের বিরুদ্ধে কলম ধরব না । আমিও সমানে গালিগালাজ করব । দয়া করে সবাই কমেন্ট করবেন ।
অমিত লাবণ্য
Yesterday
আপনারা দেখবেন ভোটের সময় আসলে নেতারা বলে, হিন্দু-মুসলমান ভাই ভাই অমুক মার্কায় ভোট চাই। অথচ আমাদের প্রিয় নবী বলেছেন মুসলমান মুসলমান ভাই ভাই। কিন্তু এই জমানায় স্বার্থের কারনে হিন্দু-মুসলমান ভাই ভাই বলা হচ্ছে, সবাই বলেন ওয়াস্তাগফিরুল্লাহ।
---ওয়াজ মাহফিলে জনৈক শুয়োরের বাচ্চা
এদেশের হিন্দু দেশপ্রেমিক এবং শহীদ মুক্তিযোদ্ধাদের জন্য খুব কষ্ট লাগে সত্যিই। হে মহান আইসিটি ৫৭ ধারা তুমি শুধুই ইসলাম এর স্বার্থ রক্ষায় হিন্দু এবং নাস্তিকদের বিরুদ্ধে সোচ্চার, তারা ফেসবুকে লাইক দিলেও জেলে নিয়া ডিম দাও। অন্যদেরটা ধর্ম না, অন্যদেরটা চুতিয়ামি। বাহ, রিলিজিওন অফ পিস... — feeling বাংলাদেশে অবস্থানকারী ব্যাক্টেরিয়া শ্রেণির বাঙালি with নাস্তানাবুদ পাণ্ডে and Balark Das Shovon.
See Translation
কেউ যদি বলে এই দেশে মুসলমান না থাকলে এই দেশ স্বর্গে পরিনত হত , তাহলে উনি যে ইন্ডিয়াকে ইঙ্গিত করে এই উক্তি প্রদান করেছে । তা আমি কেন , একটা নাবালক শিশুও বুঝতে পারে । অথচ আপনি যদি ইন্ডিয়ার দিকে তাকান , তাহলে দেখবেন সেখানে প্রতিনিয়ত অসহায় মা - বোনদের ধর্ষিত হতে হচ্ছে , সেখানে গুজরাট দাঙ্গার নাম করে হাজার হাজার মুসলমানকে পুড়িয়ে মারা হয়েছে । মায়ের সামনে মেয়েকে ধর্ষন করা হয়েছে । ভাতের প্লেট থেকে নিয়ে উঠিয়ে হত্যা করা হয়েছে ।আমি সে দিকে যাচ্ছি না ।
সাম্প্রতিককালে আমাদের দেশেও কিছু ঘটনা ঘটেছে । হিন্দুদের উপর নির্যাতন হয়েছে । যা ইন্ডিয়ার তুলনায় নগন্য । কিন্তু সেটাও আমরা সমর্থন করিনা । কিন্তু রামুর ঘটনার পেছনে , এক অমুসলিম যুবককে মুসলমানদের নবী সঃ নিয়ে খারাপ প্রপাগান্ডার ঘটনা টনিক হিসেবে কাজ করেছে বলে সুশীল সমাজ মনে করেন । তবে সরকার যদি কার্যকরী পদক্ষেপ নিত , তাহলে সেদিনের সে হামলা রুখতে ১০ মিনিটের বেশি প্রয়োজন হত না ।তারপর পাবনার ঘটনা ঘটেছে , আমাদের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু সাহবের প্রত্যক্ষ মদদে ।অধ্যক্ষ আবু সাইয়িদ সাহেব যার জীবন্ত সাক্ষী ।
বিশ্ব সাহিত্য কেন্দ্রের কর্ণধার অধ্যাপক আবু সাইয়ীদ সাহেব থেকে বেশি মুক্ত চিন্তার লোক বাংলার মাটিতে আছে বলে বিশ্বাস করার কারন নেই । যদি কেউ দাবি করেন তাহলে বুঝতে হবে মায়ের চেয়ে মাসীর দরদ বেশি । অথবা ডাল মে কুচ কালা হ্যায় । আমি আপনাদের নিচের কিছু ডকুমেন্ট দিচ্ছি কাদের কারনে , হিন্দু - মুসলিম সম্প্রীতি নষ্ট হচ্ছে । আমার যদি দোষ থাকে , তাহলে আমি আর কখনো ফেসবুকে অন্যায়ের বিরুদ্ধে কলম ধরব না । আমিও সমানে গালিগালাজ করব । দয়া করে সবাই কমেন্ট করবেন ।
অমিত লাবণ্য
Yesterday
আপনারা দেখবেন ভোটের সময় আসলে নেতারা বলে, হিন্দু-মুসলমান ভাই ভাই অমুক মার্কায় ভোট চাই। অথচ আমাদের প্রিয় নবী বলেছেন মুসলমান মুসলমান ভাই ভাই। কিন্তু এই জমানায় স্বার্থের কারনে হিন্দু-মুসলমান ভাই ভাই বলা হচ্ছে, সবাই বলেন ওয়াস্তাগফিরুল্লাহ।
---ওয়াজ মাহফিলে জনৈক শুয়োরের বাচ্চা
এদেশের হিন্দু দেশপ্রেমিক এবং শহীদ মুক্তিযোদ্ধাদের জন্য খুব কষ্ট লাগে সত্যিই। হে মহান আইসিটি ৫৭ ধারা তুমি শুধুই ইসলাম এর স্বার্থ রক্ষায় হিন্দু এবং নাস্তিকদের বিরুদ্ধে সোচ্চার, তারা ফেসবুকে লাইক দিলেও জেলে নিয়া ডিম দাও। অন্যদেরটা ধর্ম না, অন্যদেরটা চুতিয়ামি। বাহ, রিলিজিওন অফ পিস... — feeling বাংলাদেশে অবস্থানকারী ব্যাক্টেরিয়া শ্রেণির বাঙালি with নাস্তানাবুদ পাণ্ডে and Balark Das Shovon.
বিষয়: বিবিধ
১৭৬৫ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন