উন্নত শির
লিখেছেন লিখেছেন সালাহ খান ০২ মার্চ, ২০১৪, ১০:০২:০৮ রাত
ওরা আজ দেখায় আমাকে
মৃত্যুর ভয় ।
তারা চায় রুখতে - ধমকে
সত্যের জয় ।
শাক দিয়ে মা কেমনে
মাছ ঢাকা যায় ।
মেঘমালা কখনো কি
সূর্য মামা খায় ।
ওরা বুঝতে চায় না
আমরা বীর জাতি ।
হারিয়ে সকল হায়েনা
বিশ্বে এনেছি ভ্রাতি ।
মৃত্যু আমাদের চির সাথী
পায়ে বেধে রাখি ।
সত্য আমাদের প্রিয় অতি
রাখি মেলে আখি ।
সত্যের তরে জীবন দিতে
প্রস্তুত আমী বীর ।
মিথ্যার নিশান মুছে দিতে
উন্নত রাখি শির ।
বিষয়: সাহিত্য
১১৮০ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন