নয়া বধু !

লিখেছেন লিখেছেন সালাহ খান ২৬ ফেব্রুয়ারি, ২০১৪, ০৪:৫৯:৪৫ বিকাল



যদি আজ হত ভাগার

থাকত একটা বধু ।

ঘুম থেকে জাগিয়ে দিত

ছোঁয়া দিয়ে মৃধু ।

সকাল বেলায় ডিম ভাজি

সাথে আটার রুটি ।

আমি তখন কাজের কাজি

খেতাম খুঁটি খুঁটি ।

শোল মাছের ঝোল দিত

গরম ভাতের সাথে ।

সোহাগ ভরে কাছে নিত

খাওয়াত নিজ হাতে ।

লবন ছাড়া ডিম ভাজি

সাথে মোটা ডাল ।

কষ্ট করে রাঁধব বা জী

আর কত কাল ।

আলু ভর্তা ও মোটা ডাল

লাগে না আর ভালো ।

আসবে কবে নয়া বধু

ঘর করতে আলো ।

বিষয়: সাহিত্য

১০৪৫ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

183316
২৬ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:৩৪
নীল জোছনা লিখেছেন : আহা কবে আসবে বধু
খাবো শুধু মধু Love Struck
২৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:১৫
135681
সালাহ খান লিখেছেন : এভাবে কেউ বলে , যাহোক কষ্ট করে সহানুভূতি জানানোর জন্য এই নেন Good Luck Good Luck Good Luck তিনটা ফুলের শুভেচ্ছা
183336
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:০৬
সজল আহমেদ লিখেছেন : খ্যাক খ্যাক খ্যাক
২৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:১৫
135683
সালাহ খান লিখেছেন : গলায় মশা ঢুকবে গো - ধন্যবাদ জেনো
২৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০২:৩৬
135821
সজল আহমেদ লিখেছেন : উকে জানলুম।স্বাগতম আপ্নারে
183348
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:১২
বাংলার দামাল সন্তান লিখেছেন : আহারে কবে যে আমার জীবনে এমন একটি বধু আসবে।
২৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:১৭
135684
সালাহ খান লিখেছেন : টেনশিত হয়োনা খোকা ! সবরে মেওয়া.... - আর শুভাশা রইল
183389
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৩৩
২৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:১৮
135685
সালাহ খান লিখেছেন : মিউ মিউ মিউ.......
183391
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৩৫
বাকপ্রবাস লিখেছেন : দিল্লিকা লাড্ডু
খেতে চাই সব্বাই
খেয়ে বলে দুর ছাই
জানলে কি খেতাম ভাই!
২৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:১৮
135686
সালাহ খান লিখেছেন : খেয়ে পস্তানোর মজাই আলাদা - বুঝলে বন্ধু প্রবাসী

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File