নয়া বধু !
লিখেছেন লিখেছেন সালাহ খান ২৬ ফেব্রুয়ারি, ২০১৪, ০৪:৫৯:৪৫ বিকাল
যদি আজ হত ভাগার
থাকত একটা বধু ।
ঘুম থেকে জাগিয়ে দিত
ছোঁয়া দিয়ে মৃধু ।
সকাল বেলায় ডিম ভাজি
সাথে আটার রুটি ।
আমি তখন কাজের কাজি
খেতাম খুঁটি খুঁটি ।
শোল মাছের ঝোল দিত
গরম ভাতের সাথে ।
সোহাগ ভরে কাছে নিত
খাওয়াত নিজ হাতে ।
লবন ছাড়া ডিম ভাজি
সাথে মোটা ডাল ।
কষ্ট করে রাঁধব বা জী
আর কত কাল ।
আলু ভর্তা ও মোটা ডাল
লাগে না আর ভালো ।
আসবে কবে নয়া বধু
ঘর করতে আলো ।
বিষয়: সাহিত্য
১০৮৪ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
খাবো শুধু মধু
খেতে চাই সব্বাই
খেয়ে বলে দুর ছাই
জানলে কি খেতাম ভাই!
মন্তব্য করতে লগইন করুন