আমার মাতৃভাষা "বাংলা" বনাম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

লিখেছেন লিখেছেন স্পার্কলিং স্টার ২২ ফেব্রুয়ারি, ২০১৪, ০২:২৯:২৫ দুপুর

মাতৃভাষা প্রতিটি মানুষের জীবনে একটি গুরুত্বপূর্ণ বিষয়। এজন্য এই ভাষাতেই মানুষ মনের ভাব প্রকাশ করতে সবচেয়ে বেশী স্বচ্ছন্দ বোধ করে।

আমাদের প্রিয় নবী (সাHappy আরবি ভাষাকে ভালবাসার পেছনে যে কয়টি কারন উল্লেখ করেছেন তার মধ্যে একটি; আরবি আমার নবী (সাHappy এর মাতৃভাষা। কঠিন সংগ্রামের পর আমরা মাতৃভাষা হিসাবে আমাদের প্রাণের ভাষা বাংলাকে প্রতিষ্ঠা করতে পেরে জাতি হিসাবে আমরা অত্যন্ত গর্বিত। তবে এ মহান ভাষা দিবস উদযাপন নিয়ে যে অশ্লীল নৃত্যের আয়োজন হচ্ছে , আমি এর তিব্র নিন্দা জানাই। কারন এটা সভ্য জাতি হিসাবে আমাদের মাথা হেট করে। শয়তান মানুষকে অশ্লীলতার দিকে আহবান জানায়। এজন্য আজকের তরুণদের প্রধান চ্যালেঞ্জ অশ্লীলতা। আসুন আমরা প্রত্যেকেই এর বিরুদ্ধে সোচ্চার হই এবং সর্বোপরি এর মূল বাংলার মাটি থেকে উৎপাটন করতে সব ধরনের পরিকল্পনা গ্রহণ করি। তবেই তরুনদের জয় আসবে এবং বাঙালি জাতি হিসাবে আমরা পুরনো গৌরব ধরে রাখতে সক্ষম হবো ইনশাআল্লাহ।

বিষয়: বিবিধ

৮৬৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File