তোমার শুকরিয়া আদায় করে কখনো কি শেষ করতে পারবো হে আল্লাহ!
লিখেছেন লিখেছেন মায়িশাহ মুনাওয়ারাহ ১৬ মার্চ, ২০১৪, ১১:৪৪:৩৫ সকাল
তোমার মরুভূমিতে যত বালুকণা, আমার শোকর সেই পরিমাণ। তোমার সাগর-মহাসাগরে যত জলবিন্দু , আমার শোকর সেই পরিমাণ। গাছে-গাছে, ডালে-ডালে যত ফুল ও ফল , যত সবুজু পাতা, আমার শোকর সেই পরিমাণ। অক্ষম বান্দার এ শোকর ও নাযরানা তুমি কবুল করো হে আল্লাহ!
তোমার নতুন নতুন দানে, তোমার অশেষ দয়া ও করুণার কারণে আমার হৃদয়ে আশা ও প্রত্যাশার নতুন নতুন কলি ফুটছে। এত অক্ষমতার পরেও অন্তরের গভীরে এ আশ্বাসবাণী ধ্বনিত হচ্ছে'' তুমি আর ও দিবে, এবং আমি আরো পাবো। নিতে নিতে আমি ক্লান্ত হয়ে যাবো। কিন্তু হে মহান দাতা! দানে তোমার কখনো ক্লান্তি হবেনা। ভান্ডারে তোমার কখনো কমতি হবেনা। তাই আমি আরো চাই। তোমার দানের অফুরন্ত ভান্ডার থেকে দু হাত ভরে আরো চাই। আমাকে দাও, এবং যারা তোমার দুয়ারে হাত পেতে মিনতি জানায়, তাদের ও দাও, যত চায় দাও। আমীন। ইয়া জাওয়াদু! ইয়া কারীম!
বিষয়: বিবিধ
১৩২৬ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কবিতার মত স্তবক আকারে দিলে পড়তে সুবিধা হতো।
মনে পড়ে গেলো অনেক ধন্যবাদ।
প্লিজ, কারো দিকে আর তাকিয়ে থাকা নয়, কেউ আসুক অথবা নাই আসুক, আপনি আসছেন, লিখছেন, ভালো কিছু উপহার দেয়ার চেষ্টা করছেন, এটাই নিশ্চিত করুন!
মন্তব্য করতে লগইন করুন