আমার ব্লগ জীবনের শুরু, আমিও চাই সবার মত সুন্দর করে লিখতে!
লিখেছেন লিখেছেন মায়িশাহ মুনাওয়ারাহ ০৫ মার্চ, ২০১৪, ০১:২৬:২৪ রাত
সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য,যিনি টুগে ব্লগে এসে আমার স্বল্প জ্ঞান থেকে আরো বেশী জ্ঞান অন্বেষণ করার তৌফিক দিয়েছেন। সর্ব প্রথম সোনার বাংলাদেশ ব্লগে রেহনুমা বিনতে আনিস, ও নুসরাত রহমান আপুর লেখা পড়ে ব্লগার হওয়ার খুব ইচ্ছা জাগে। তাদের দুজনের লেখা থেকে যেন আত্মার খোরাক পেতাম আমি। তখন থেকে ইচ্ছা হত ব্লগে একাউন্ট খোলার। কিন্তু জীবনের এই প্রথম টুডে ব্লগে আমার আসা। এই ব্লগটি আমার কাছে অনেক ভালো লাগছে। টুডে ব্লগে সবার লেখা পড়ে এত ভালো লাগছে যে বুঝাতে পারবনা। যখনি ব্লগে আসি সবার লেখা পড়তে পড়তেই সময় চলে যায়। সবাই এত সুন্দর করে লিখে, তাদের সামনে আমার এই কাঁচা হাতের লেখা কতটুকু গ্রহণযোগ্য হবে আমি জানিনা। আমি শুধু একনিষ্ট পাঠক হয়েই সবার লেখা পড়ে যাচ্ছি। মাঝে মাঝে ইচ্ছে হয় ইশশ সবার মত যদি আমিও একটু লিখতে পারতাম! আমার খুব ইচ্ছে হয় আমি যদি অন্য সবার মত সুন্দর করে শিক্ষামূলক লেখা লিখতে পারতাম! কিন্তু আমার জ্ঞানের স্বল্পতার কারণে তা আর হয়ে উঠেনা। ইচ্ছাটুকু মনের গভীরে শুধু স্বপ্ন হয়েই থেকে যায়। সবাই আসলে চাইলেই লিখতে পারেনা। কলমের ভাষা,কলমের আর্তনাদ সবাই বুঝতে পারেনা। কিন্তু কলমের ব্যাথা যারা বুঝতে পারে তারাই কলমের কালি দিয়ে নিজেদের হৃদয়ের আকুতি,মনের অব্যক্ত ভাবনা প্রকাশ করতে জানে। আমি চাই কলমকে ভালোবাসতে। কলমের সাহায্যে বাতিলের সাথে লড়াই করতে। হকের পক্ষে বাতিলের সাথে জয়ী হতে চাই কলমের মাধ্যমে।
হে কলম! তুমি আমাকে ফিরিয়ে দিওনা। তোমার জ্ঞাণে ধন্য করো আমায়। আমাকেও দাও তোমার কলম থেকে অল্প কিছু কালি, যাতে আমিও পারি তোমার আলোয় নিজেকে আলোকিত করতে!
বিষয়: বিবিধ
১৯২৫ বার পঠিত, ৫৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
দোআ করি দাদুমনি, আল্লাহ তাআলা যেন তোমাকে তৌফিক দান করেন। তিনি সাহায্য না করলেতো কখনোই কোনো কাজে কেউ সফল হতে পারবেনা
হা হা... তোমার কথাতেই দোয়া করে দিলাম..
নিয়মিত ভালো লেখা চাই কিন্তু..
তোমাদের দোয়াতে এ বুড়োর নামটাও জুড়ে রেখো
স্বাগতম আপনাকে! লিখে যান! এগিয়ে চলুন...
মন্তব্যের জবাব দিতে নীল এরো বা তীর চিহ্নতে ক্লিক করুন।
পালিয়ে এসেছি নীল বাসনার দেশ থেকে
মায়াবী জ্বাল ছিন্ন করে
লক্ষ যোযনের সূতো কেটে
তোমাকেই শুধু তোমাকে
নতুন ব্লগিং এর শুভেচ্ছা জানাতে!!
-----------ইকবাল হোছাইন ইকু
আপনার ফেবুআইডি ফিরে পেলেন কি?
যোযন=যোজন
জ্বাল(আগুন জ্বালানো)=জাল(ঘের/ফাঁদ)
অভিনন্দন ... কলমের মালিকের কাছে প্রার্থনা করুণ..... মনে হয় কলমের মাধ্যমে যিনি শিক্ষা দিয়েছেন মানুষকে নিশ্চয় তিনি আপনাকে নিরাশ করবেন না।। তবে হে এই লিখাটি দক্ষ লেখকের মত হয়েছে এজন্য কলমের মালিকের শুক্রিয়া আদায় করুণ।
এ লিখার নুর তো মিসবাহ্ হুজুরের সাগরেদদের লেখা ।
আল কলম পুস্প কি নিয়মিত পড়ছেন ভ্রাতা?
দোয়া করি কবুল হোন রবের দরবারে।অতঃপর বিজ্ঞ মানুষের উপদেশঃ
আরোহী রায়হান প্রিয়ন্তি লিখেছেন :
হিশাম আল তালিব লেখার উদ্দেশ্য সম্পর্কে বলেছেন-“ লেখা হচ্ছে একটি বহুমুখী হাতিয়ার। অন্যকে জানানোর জন্য, বোঝানো বা উপদেশের মাধ্যমে নিজের মতে আনার জন্য, উৎসাহিত করার জন্য, এমনকি ভীতি প্রদর্শনের জন্য আমরা লিখে থাকি। ভালো লিখতে পারা গুরুত্বপূর্ণ। কারণ লেখা-
১. বিভিন্ন ধারণা ও তথ্যকে এমন স্থায়ী রূপ দেয়, যা সহজে রেফারেন্স এবং উদ্ধৃতির জন্য পাওয়া যায়।
২. লেখায় ব্যক্ত মত বা বাণী অনুযায়ী অন্যকে কাজে উৎসাহিত করে।
৩. বৃহত্তর পরিসরে শ্রোতাদের জন্য লেখকের ধারণাসমূহকে ছড়িয়ে দেয়ার মাধ্যমে লেখকের সময় বাঁচায়।
৪. সংক্ষিপ্ত এবং যৌক্তিক আকারে নতুন বা বিভিন্ন প্রকারের ধারণা পেশ করে পাঠকদের গাইড বা পথপ্রদর্শন করে।
৫. লেখককে পাঠকের কাছে পরিচিত করিয়ে লেখকের কর্তৃত্ব এবং আস্থাশীলতা প্রতিষ্ঠিত করে।
৬. সংক্ষেপে নির্ভুলভাবে, স্থায়ীভাবে কাজের বিভিন্ন গতিধারা উল্লেখ করে সফলতার সম্ভাবনা বাড়িয়ে দেয়।
৭. দাওয়াতি কাজের একটি কার্যকর মাধ্যম বা উসিলা।”
আমরা যারা কম-বেশি লিখি বা লেখার চেষ্টা করি তারা যদি লেখার সময় লেখার গুরুত্ব ও উদ্দেশ্য মনে রাখি তাহলে আমাদের লেখাও হয়ে উঠতে পারে আমল বৃদ্ধির একটি মাধ্যম। তাই আমাদের যাদের যোগ্যতা আছে তাদের উচিত নিজ নিজ লেখনীর মাধ্যমে ইসলামের সার্বজনীন আদর্শের বার্তা মানুষের কাছে পৌছে দেয়া।
আমি ভাবছিলাম আপনাকে জিজ্ঞেস করবো লেখা এবং মন্তব্যের সুযোগ পেয়েছেন কিনা, কিন্তু ব্যস্ততার কারণে যোগাযোগই করার সুযোগ করে উঠতে পারছিলামনা।
অবসরে নিয়মিত লিখতে থাকুন আপুমনি! আমার মত দুদিন পরপর হারিয়ে যাবেননা কিন্তু আবার!
হে হেহে ভাইয়া থেকে আপু ) )
কান্দেনা কান্দেনা।
@রাহ'বার, আগের জবাবটা খেয়াল না করে লিখেফেলছি।
@বৃত্ত, নো প্রব্লেম, কিছু কিছু বিষয়ে হিংসা করা দোষের কিছুনা। ............ হিংসুটে বৃত্তকে থ্যাংক্স, চোখের পানি যে বৃথা গেলোনা
নিশি অবসান প্রায়, ঐ পুরাতন বর্ষ হয় গত. . . .
আমি আজি ধূলিতলে জীর্ণ জীবন করিলাম নত।
বন্ধু হও শত্রু হও, যেখানে যে রও
ক্ষমা করো আজিকার মত
পুরাতন বর্ষের সাথে পুরাতন অপরাধ যত. . . . .
মন্তব্য করতে লগইন করুন