T20 ওয়ার্ল্ড কাপ উপলক্ষে আজকের কনসার্ট এ আইয়ুব বাচ্চু যা বললেন

লিখেছেন লিখেছেন ওয়াহিদ রাসেল ১৪ মার্চ, ২০১৪, ০৬:১৫:৫৭ সকাল

"আমাদের জন্যে তালি বাজিয়ে কষ্ট করার দরকার নাই !

পরে অনেক ভালো গান হবে, সেগুলোর

জন্যে তালি বাঁচিয়ে রাখুন। আপনারা কষ্ট করে বাংলা গান

শুনছেন, দ্যাটস গ্রেট। হাত তালি দরকার নেই, চোখ আর

কান খোলা আছে, এটাই অনেক- আইয়ুব বাচ্চু ( ধন্যবাদ আইয়ুব বাচ্চু আয়োজক নামক দালালদের জুতা মারার জন্য )

বিষয়: বিবিধ

১২৬১ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

192040
১৪ মার্চ ২০১৪ সকাল ০৬:৪৮
সাদাচোখে লিখেছেন : আগামীতে বাংলার ওলামা মাশায়েখ রা হয়তো এমনি করে বলতে বাধ্য হবেন, আপনারা কষ্ট করে কান্না করবেন না, চোখের পানি ফেলবেন না ওটা আটকিয়ে রাখুন, ওটা জমিয়ে রাখুন। আপনারা কষ্ট করে নিজেদেরকে মুসলমান বলছেন, নিজেদের নাম আইয়ুব বাচ্চু রেখেছেন - দ্যাটস গ্রেট, চমৎকার। আপনাদেরকে একটু পর এমন মুসলমানী জ্ঞান দান করা হবে যে আপনাদের চোখের পানি আর থামবেনা - সো চোখের পানি, নাকের পানি সব জমিয়ে রাখুন।

লিখককে - ধন্যবাদ শেয়ার করার জন্য।
192044
১৪ মার্চ ২০১৪ সকাল ০৭:৩৮
হুদাই প্যাচাল বাক্স লিখেছেন : ভাই এটাই কি বর্তমান বাংলাদেশের সংস্কৃতি?আপসোস হয়
192068
১৪ মার্চ ২০১৪ সকাল ১০:৪৫
Sada Kalo Mon লিখেছেন : হাসিনারে তো রেন্ডিয়া জায়গামত ঠ্যালে দিছে... কি করে বাঙালা দেশের শিল্পীরা চান্স পাবে....! টিভির পর্দায় দেখলাম হাসিনা আর পাপন চক্রবর্তী এক সঙ্গে বসে হাসিতে মাতোয়ারা হয়ে যাচ্ছে!! কোথায় আমাদের সংস্কৃতি???? হাসিনা বাংলাদেশ কে রেন্ডিয়ার অঙ্গরাজ্য বানাতে পেরেছে.... গতকালের অনুষ্ঠান দেখে তা ১০০% বুঝে গেছি.... ওয়াক থু ওয়াক থু ওয়াক থু হাসিনার মুখে!! বাংলা বাদ দিয়ে হিন্দি নিয়ে মেতে থাকার জন্য!!! আমি কনফিউজ হয়ে পড়ি বাংলাদেশি না বাংরেন্ডিয়া!!
192174
১৪ মার্চ ২০১৪ বিকাল ০৫:০০
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : এসব কি হচ্ছে? সেইম সেইম বাংলাদেশ সরকার!!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File