মুখ ফসকে বেরিয়ে যাওয়া থেকে সাবধান! মিশরের মন্ত্রী মুখ ফসকে বলে দিলেন, ‘মহানবীরও বিচার করা হবে’!

লিখেছেন লিখেছেন হৃদয়ে রক্তক্ষরণ ০ ১৩ মার্চ, ২০১৬, ০৮:১২:২২ রাত



মুখ ফসকে এমনসব কথা আমাদের মুখ দিয়ে বেরিয়ে যায়, যার জন্য আমরা প্রস্তুত থাকিনা। পড়তে হয় বিব্রতকর অবস্থায়। কিন্তু এটাকে সবসময় হতে দেয়া যাবেনা। আল্লাহ্‌ না করুক, কখনো মুখ দিয়ে এমন ঘৃণ্য কথাও বেরিয়ে যেতে পারে, যার জন্য আমার আল্লাহ্‌ অসন্তুষ্ট হবেন, এবং মুসলিম উম্মাহর অনুভূতিতে চরম আঘাত হানতে পারে।

বলছিলাম, মিশরের এক মন্ত্রীর কথা, তাকে যখন সাংবাদিকরা জিজ্ঞেস করে, আপনি সাংবাদিকদেরও তিনি গ্রেপ্তার করবেন কিনা?

বেচারার খুব রাগ পেয়েছিল, তাই ‘ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিওনা’ এই নীতিকথা ভুলে গিয়ে কাণ্ডজ্ঞানহীন এক মন্তব্য করে বসলেন!

শুনুন তাহলে মন্ত্রীর মুখ ফসকে বেরিয়ে যাওয়া মন্তব্যটি।

‘মহানবী সা. হলেও’ ‘এমনকি বিচারকদেরও কারাবন্দি করা হয়। কোনো সাংবাদিক কিংবা শিক্ষককে কারাবন্দি করার বিষয় নিয়ে আমি আলোচনা করব না, আমি অভিযুক্তকে কারাবন্দি করার কথা বলছি, আমি তাদের কোনো টাইটেল দিতে চাই না,’

অনলাইনে জেন্দের এ বক্তব্যের তীব্র নিন্দা জানানো হচ্ছে।

আরবিতে ‘ মহানবী নয়, আল-জেন্দের বিচার চাই’ নামে একটি হ্যাশট্যাগ এবং তার বক্তব্যের ভিডিও ব্যাপকভাবে শেয়ার হচ্ছে। জেন্দের পদত্যাগের জোর দাবি উঠেছে।

মিশরে ইসলামী শিক্ষার সর্বোচ্চ প্রতিষ্ঠান আল-আজহার কর্তৃপক্ষ এক বিবৃতি দিয়ে বলেছে, মহানবী সা. সম্পর্কে অবমাননাকর বক্তব্য ভুলেও দেয়া যায় না।

চরম সমালোচনার মধ্যে জেন্দ নিজেই একটি টেলিভিশন টক শোতে টেলিফোন করেন এবং দাবি করেন তিনি কোনো অন্যায় করেননি।

‘আমি বলেছি ‘যদি’- যারা এই শব্দটির মানে জানেন তারা জানেন যে এটি অনুমান নির্ভর কথা...এ মন্তব্যের কোনো মানে নেই- তা সত্ত্বেও আমি আমার খাঁটি ধর্মীয় অনুভূতি থেকে তাৎক্ষণিকভাবে অনুতাপ প্রকাশ করেছি।’

জেন্দ অভিযোগ করেন মুসলিম ব্রাদারহুড তার বিরুদ্ধে বিদ্বেষ ছড়াচ্ছে এবং মিশরীয় গণমাধ্যম এবং সামাজিক গণমাধ্যম তাদের বিদ্বেষপ্রসূত প্রচারণার হাতিয়ারে পরিণত হয়েছে।

গত জানুয়ারিতে মিশরের কয়েত সেনা সন্ত্রাসী হামলায় নিহত হলে জেন্দ বলেন, নিহত সেনাদের হত্যার প্রতিশোধে ৪ লাখ ব্রাদারহুড কর্মী খতম না করা পর্যন্ত তার বুকের আগুন নিভবে না।

মিশরের বর্তমান স্বৈরশাসক আবদুল ফাত্তাহ আল-সিসি ২০১৩ সালের জুলাইয়ে বন্দুকের নলের মাথায় ক্ষমতা দখলের পর থেকে দেশটির বৃহত্তম রাজনৈতিক দল মুসলিম ব্রাদারহুডের ওপর আধুনিক ইতিহাসের সবচেয়ে বর্বর হত্যাযজ্ঞ চাপিয়ে দিয়েছে।

বুঝে আসছে কিছু? তাহলে মুখ সাবধান!

বিষয়: বিবিধ

১৬০৪ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

362378
১৩ মার্চ ২০১৬ রাত ০৮:৩৫
আফরা লিখেছেন : মুখের দুই পাশে দুইটা জুতোর বারি দিলেই আর মুখ ফসকাবে না ।
১৩ মার্চ ২০১৬ রাত ০৯:০২
300295
হৃদয়ে রক্তক্ষরণ ০ লিখেছেন : ওরে বাপরে বাপ, এই মাইয়া বোলে কি!
১৩ মার্চ ২০১৬ রাত ১০:৫৭
300310
আফরা লিখেছেন : ঠিকই তো বলেছি !!
১৪ মার্চ ২০১৬ রাত ০৪:৪২
300319
তবুওআশাবা্দী লিখেছেন : আফরা, আমি ভেগান|কিন্তু আপনার এই সশস্র আন্দোলনে আমিও আছি|
১৪ মার্চ ২০১৬ সকাল ১১:১৮
300329
বিবর্ন সন্ধা লিখেছেন : Bশুধু জুতার বারি দিলে ই কি উচিত বিচার হপে ??
জুতার তলায় একটু হাকু মেখে নিলে ,
ইহ জিবনে মুখ ফসকাবেতো না ই বরং
মুখ খুলবে ও না Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Tongue Tongue Tongue
১৪ মার্চ ২০১৬ বিকাল ০৪:১৭
300349
হৃদয়ে রক্তক্ষরণ ০ লিখেছেন : বাববাহ, সপ্পাই যে মহা ক্ষেপা ক্ষেপছে। সাব্বাস, সবক'টা বাঘের বাচ্ছা!
362381
১৩ মার্চ ২০১৬ রাত ০৯:৩৩
প্যারিস থেকে আমি লিখেছেন : আফরা লিখেছেন : মুখের দুই পাশে দুইটা জুতোর বারি দিলেই আর মুখ ফসকাবে না
১৩ মার্চ ২০১৬ রাত ০৯:৪৫
300300
হৃদয়ে রক্তক্ষরণ ০ লিখেছেন : হা হা হা
362389
১৩ মার্চ ২০১৬ রাত ১১:১৬
দ্য স্লেভ লিখেছেন : আফরা লিখেছেন : মুখের দুই পাশে দুইটা জুতোর বারি দিলেই আর মুখ ফসকাবে না ।
১৪ মার্চ ২০১৬ বিকাল ০৪:১৮
300350
হৃদয়ে রক্তক্ষরণ ০ লিখেছেন : যাক, বেচারাকে বরখাস্ত করা হয়েছে।
362393
১৪ মার্চ ২০১৬ সকাল ০৮:৪১
মোহাম্মদ নূর উদ্দীন লিখেছেন : যার সম্মানের জন্য এতকথা । উনার বিচারে কি এ ধরনের লোকের জন্য জুতার বাড়ি,তাও আবার দুই গালে দুইটা জুতা !!! থাকত ?
১৪ মার্চ ২০১৬ বিকাল ০৪:১৯
300351
হৃদয়ে রক্তক্ষরণ ০ লিখেছেন : তাহলে আপনি ক শাস্তি দিতে চান?
362404
১৪ মার্চ ২০১৬ দুপুর ০২:২৭
হতভাগা লিখেছেন : উনার বিচার কে করবে ?
১৪ মার্চ ২০১৬ বিকাল ০৪:১৯
300352
হৃদয়ে রক্তক্ষরণ ০ লিখেছেন : হতভাগা করবে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File