হার যেন সম্মানজনক হয়

লিখেছেন লিখেছেন হৃদয়ে রক্তক্ষরণ ০ ৩০ মে, ২০১৪, ০৩:৫৪:৫৪ দুপুর

খেলাধুলা মানেই হার জিত থাকবে, একদল হারবে, আরেক দল জিতবে, এটাই চির সত্য। তবু প্রিয় দলটি হারলে মনকে বুঝ দিতে পারিনা, প্রতিপক্ষ সাপোর্টারদের সামনে লজ্জায় মুখ দেখাতে পারিনা, লজ্জায় মাথা কাটা যায়।

মনে পড়ে গত বিশ্বকাপের কথা, এক বুক আশা নিয়ে খেলা দেখতে শুরু করলাম, শুরুতে ভালই খেলছিল প্রিয় দলটি, ভক্তরাও মনে প্রাণে সাপোর্ট দিয়ে যাচ্ছিল, আর তর্কের বেলায় সবাই নিজেদের প্রিয় দলটিকে এগিয়ে রাখার চেষ্টা করত, চলত কথার আক্রমণ পালটা আক্রমণ, অবশেষে একদিন অগণিত ভক্তকে বেদনার সাগরে ভাসিয়ে প্রতিপক্ষের কাছে অসহায় আত্মসমর্পণ করল, সেদিন কেদেঁছি অনেক, জানিনা এতো কান্না কোথা থেকে আসল, জানতাম সেই কান্না আবেগ ছাড়া কিছু ছিলনা, তবু কেদেঁছি

কোথায় আর্জেন্টিনা, কোথায় বাংলাদেশ, তাদের হার জিতে আমাদের কি আসে যায়, বাস্তবতা চিন্তা করলে তাদের হারে দুঃখ করার কোন কারণ নেই, বরং পাগলামী। সব বুঝি তবু বুঝেও বোটের জন্য কাঁদি, যেমন শিশুরা বাবা মার কাছে টাকা নেই জেনেও চকলেট, বাদাম খাওয়ার বায়না ধরে, আমরা এমন জাতি। অন্ধ সমর্থনে উস্তাদ!

বিশ্বকাপের সময় যতই ঘনিয়ে আসছে, ততই আবেগ পেয়ে বসতেছে, ততই এক্সাইটেড হয়ে যাচ্ছি, এখনি শুরু হয়ে গেছে বাক যুদ্ধ, আর কাদঁতে চাইনা, প্রিয় দলটি গতবারের লজ্জাজনক হারের পুনরাবৃত্তি করবেনা, এটাই প্রত্যাশা করি, আমার দল জিততেই হবে তা নয়, তবে হার যেন সম্মানজনক হয়, লড়াই করেই হয়!



বিষয়: বিবিধ

১২০৭ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

228352
৩০ মে ২০১৪ বিকাল ০৪:২২
হতভাগা লিখেছেন : (পোস্ট ডবল হয়ে গেছে )

এদের সাপোর্টই বা করার কি আছে ! এদের হার জিতে আমরা ছাগলের ৩নং বাচ্চার মত শুধু রিয়েকশন না ওভার রিয়েকশন দেখাই - যেটা আত্মহত্যায় রুপ নেয় ।

আমি আগে যে দলই সাপোর্ট করতাম এখন আর সেরকমভাবে করি না । ৩য় বিশ্বের দেশ হিসেবে অবশ্যই ল্যাটিন আমেরিকাকে সমর্থন করি । কিন্তু গত ২ বারের অবস্থা দেখে তাদের নিয়ে খুব একটা আশা করি না ।

গত দুইবারই হয়েছে অল-ইউরোপিয়ান ফাইনাল আর ৮ জন সেমিফাইনালিস্টের মধ্যে একমাত্র উরুগুয়ে সবেধন নীল মনি ।

তার উপর এদের স্টার প্লেয়ারগুলো বেশীর ভাগই ইউরোপে খেলে বিধায় ইনজুরড যাতে না হয় এই সময়ে সেজন্য পা বাঁচিয়ে খেলে ।

তাদের জন্য আমরা গলা ফাটিয়ে চিতকার করি , তারা কি সেটা জানে ?

এইটা কি ছবি দিলেন ? ১৯৭৮ না ১৯৮৬ এর ?


৩০ মে ২০১৪ বিকাল ০৪:২৭
175115
হৃদয়ে রক্তক্ষরণ ০ লিখেছেন : (পোস্ট ডবল হয়ে গেছে ) ? বুঝলাম না। আমি জানিনা, গুগোল থেকে সংগ্রহ করা
228354
৩০ মে ২০১৪ বিকাল ০৪:২৭
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : আমরা বাঙালী আমাদের আবেগ বেশী। আমরা বাস্তবতার চেয়ে আবেগ দিয়ে সব কিছু করি বলে এরকম অবস্থার সৃষ্টি হয়।
228363
৩০ মে ২০১৪ বিকাল ০৫:০০
সন্ধাতারা লিখেছেন : অনেক ধন্যবাদ বেশ
228710
৩১ মে ২০১৪ বিকাল ০৪:২৮
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : খেলাকে উপভোগ করা ভাল কিন্তু খেলা কে কেন্দ্র করে আর্জেনটিনা - ব্রাজিল ভাগ হয়ে বাংলাদেশে বসে মারামারি একদম ভাল লাগে না।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File