অন্যায় বিশেষ দিনে জায়েজ হয়ে যায়না
লিখেছেন লিখেছেন হৃদয়ে রক্তক্ষরণ ০ ২৯ মে, ২০১৪, ১০:০৬:০৬ রাত
আপনি জামাত করেন, আপনার আদরের বউ আপনাকে বলে দাড়ি কাটতে, মোমের মত গলে গেলেন, কেটে ফেললেন। বউকে বলেন ভ্রু প্লাগ করতে, চুল কাটতে, পার্লারে গিয়ে সেজে আসতে, কারণ বাসায় সামনে অনুষ্ঠান, অনেক লোক আসবে, আপনার বউকে সবার সামনে মানান্সই করে উপস্থান করতে চান, আপনাকে জিজ্ঞেস করা হল,
ভাই এই সব ইসলামে জায়েজ নেই, তবু কেন করেন, অথচ আপনি ইসলামের অনুশাসন মেনে চলেন।
উত্তর দিলেন, সবসময়তো করিনা, মাঝে মধ্যে বিশেষ অনুষ্ঠানে করি।
তাহলে বলুন, যে কাজ আপনি করেন, সে কাজে অন্যকে না করার ওয়াজ নসিহত করলে কেন আপনাকে শোনবে?
আপনার বুঝা উচিত, অন্যায় কখনও বিশেষ সময়ের জন্য জায়েজ হয়ে যায়না, আপনার বুঝা উচিত, যাদের আপনি দাওয়াত দিচ্ছেন, তারা আপনাকে অনুসরণ করে, যখনি আপনার মাঝে কথা এবং কাজের মিল খুজে না পায়, তখনি বিভ্রান্ত হয়, নয়ত দূরে সরে যায়।
আজ বেশির ভাগ দ্বীনি পরিবারে এই রকম অবস্থা, ওয়াজ করে অনেক সুনাম অর্জন করে, কিন্তু নিজের ঘর পরিবার ঠিক করার কাজে কোন খেয়াল নেই, বরং অনেক নাজায়েজ কাজ প্রিয় স্ত্রী, পুত্র কন্যার জন্য হালাল করে নেয়, নাউজুবিল্লাহ!
আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন, আমিন
বিষয়: বিবিধ
১৩৮৩ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মেয়েদের সব ধর্মীয় অনাচারের জন্য পুরুষদের দোষী না করলে মনে হয় জাতে ওঠা যায় না !
মন্তব্য করতে লগইন করুন