বউ মারার মধ্যে কোন বীরত্ব নেই, বরং তা কাপুরুষতা

লিখেছেন লিখেছেন হৃদয়ে রক্তক্ষরণ ০ ২০ মে, ২০১৪, ০৫:৩০:৩৯ সকাল

মানুষ বউ পিটায় কেন?

এই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য ভাবনায় পড়ে গেলাম, কেনইবা ভাবব না, গভীর রাতে এক ভদ্র লোকের বউ পিটানোর ধুম ধাম আওয়াজে যখন আরামের ঘুম হারাম হয়ে যায়, তখন না ভেবে কি উপায় আছে? ভাবানার কথায় পরে আসি, ধর মড় করে ঘুম থেকে জেগে উঠি, এমন জোরে মারছে, পুরো বিল্ডিং কেঁপে কেঁপে উঠছে, ভড়কে গেলাম, কান পেতে বুঝার চেষ্টা করলাম, ততক্ষণে আমার রুমের বাকী দুজন জেগে উঠেছে, বিষয়টি সম্পর্কে পরিস্কার হই বউয়ের কথায়, চাপা গলায় বলছে তার স্বামীকে , তুমি আমার গায়ে হাত তুললে কেন?

বউ পিটানোর কারণঃ হরেক রকম কারণ হতে পারে, তার মধ্যে অন্যতম- ১, স্বামীর অনুগত করানোর জন্য, যদিও তাতে লাভের চেয়ে ক্ষতি বেশি, কিন্তু এই কথাটা ঐ বাহিরে কাপুরুষ, ঘরে বীর পুরুষ ব্যাডা মাইন্সেরে বুঝাবে কে। ২, হাত সুখ/হাতের কাজ সারার জন্য, অনেকের অভ্যাস কাওকে মেরে হাত সুখ করা, তার জন্য সবচেয়ে সহজে যাকে হাতের কাছে পেয়ে মারা যায়, সে হচ্ছে ঘরের বউ। ৩, কারও বউয়ের মার খাওয়াটা অভ্যাসে পরিণত হয়ে যায়, তাই স্ত্রীর প্রতি যত্নবান স্বামী মার খাওয়ার অভ্যাস্টাকে চলমান রাখার জন্য উত্তম মধ্যম দিয়ে থাকেন। (কারণ গুলো একান্তই আমার চিন্তার ফসল, কারো সাথে নাও মিলতে পারে)

শেষের কারণ নিয়ে একটি ঘটনাঃ এক মহিলাকে তার স্বামী প্রতিদিন মারত, যা তার অভ্যাসে পরিণত হয়ে গেছে, একদিন স্বামী ফিরতে দেরি হবে বলে বাহিরে বেড়াতে যায়। সেদিন বউ ছটপট করতে থাকে মাইর খাওয়ার জন্য, কোন উপায় না দেখে একটা বেল টিনের চালের উপরে ঢিল মারে, পড়ার সময় পিঠ দিয়ে রাখে, সেটা গড়িয়ে তার পিঠের উপর ধুম করে পড়ে্‌ তাতে ভীষণ আরাম অনুভব করে, কিন্তু স্বামীর মাইরের স্বাদ অনুভূত হয়না। এই অদ্ভূত কান্ড দেখে পাশের ঘরের মহিলা জিজ্ঞেস করে, কিগো, কি পাগলামি শুরু করলে? জবাব দে, আগো আর বইলেন না, কি কমু দুঃখের কথা, আমার স্বামী আমাকে প্রতিদিন আমাকে মারে, যা আমার ধীরে ধীরে আমার ভাল লাগার কারণ হয়ে দাঁড়ায়, আজ স্বামী নেই, তাই পিঠের সুর সুরি কমানোর জন্য এই অভিনব ব্যবস্থা!

ছোট বেলা থেকেই দেখে আসছি, বউকে ঠিক করার জন্য, সোজা লাইনে আনার জন্য, অথবা ঠুনকো কোন কারণে লাথি ঘুষি চর থাপ্পর হরক রকমের মার দিতে। কিন্তু আমার চরম বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, যাকে লাইনে আনার জন্য ( কথামত চলার জন্য, অনুগত করানোর জন্য, একরোখা ভাব দূর করার জন্য ইত্যাদি) বর্বরতম কায়দায় নির্যাতন করেছে, সে আরো বেশি লাইন চ্যূত হয়েছে।

কাওকে মেরে জোর জবরদস্তি করে কোন কাজ করানো গেলেও সে কাজে তার মোটেও আন্তরিকতা থাকেনা। দায়সারা ভাবেই কাজটি করে থাকে। মানুষ তো লোহা বা রড নয় যেটাকে পিটিয়ে সোজা করা যাবে, তাকে বুঝানো যেতে পারে, তার দ্বারা সঙ্ঘটিত খারাপ কাজ গুলোর ভাল মন্দ দিক তার সামনে তুলে ধরা যেতে পারে। বুঝানোতেও কাজ না হয়, তবে সর্বশেষ উপায় হিসেবে তালাকের ( নিকৃষ্ট হালাল কাজ) ব্যবস্থা রয়েছেই, তবে মনে রাখতে হবে, এই ব্যবস্থাটি তখনি প্রয়োগ করা যেতে পারে, যখন সিসুয়েশন এক্সট্রিম পর্যায়ে চলে যায়, যে দাম্পত্য জীবনে একজন আরেকজনের জন্য দুঃখ কষ্টের কারণ, সেখানে তালাকই উত্তম সমাধান। তবু বউয়ের গায়ে হাত তোলা বাঞ্চনীয় নয়।

বিষয়: বিবিধ

১৯৫১ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

223597
২০ মে ২০১৪ সকাল ০৭:০৮
বাংলাদেশ টাইমস্ লিখেছেন : কাপুরুষরাই বউ পিটায়
223612
২০ মে ২০১৪ সকাল ০৮:৪২
হতভাগা লিখেছেন :


http://www.qurantoday.com/4Nisa_Bangla.pdf


আপনাকে বাদশা আকবর ( Akbar The Great) উপাধি দেওয়া হল


২০ মে ২০১৪ সকাল ১০:০৬
170950
হৃদয়ে রক্তক্ষরণ ০ লিখেছেন : আমি ঠিক বুঝলাম না, কাকে উপাধি দিলেন?
২০ মে ২০১৪ দুপুর ০১:০০
171016
হতভাগা লিখেছেন : আপনাকে দিলাম ।

যেখানে ইসলামে একটা নির্দিষ্ট পর্যায়ে গিয়ে স্ত্রীকে প্রহার করার কথা বলা আছে , সেখানে আপনি সেটাকে কাপুরুষতায় সজ্ঞায়িত করতে চাইছেন । ধর্মে নতুন সংযোজন করতে চাইছেন ।

আকবর সব ধর্ম মিলিয়ে দীন-ই-ইলাহী বানিয়েছিল , আপনারা তাদেরই অনুসারী ।
২০ মে ২০১৪ দুপুর ০২:২৭
171052
হৃদয়ে রক্তক্ষরণ ০ লিখেছেন : আমার সম্পর্কে আপনি ভুল ধারণা পোষণ করেছেন, আমি জানি কোরআন মাজিদে স্ত্রী কথা না শোনলে মৃদু প্রহার করার কথা বলা হয়েছে, বিছানা আলাদা করার কথা বলা হয়েছে, এবং আমি কখনই আল্লাহর বিধানের বিরুদ্ধাচারণ করিনি, আমি এখানে শুধু তাদেরকেই নেগলেট করেছি যারা বউদের উপর অমানুষিক নির্যাতন চালিয়ে থাকে। আশা করি বুঝতে পেরেছেন।
২০ মে ২০১৪ বিকাল ০৪:২৬
171122
হতভাগা লিখেছেন :

''বউ মারার মধ্যে কোন বীরত্ব নেই, বরং তা কাপুরুষতা ''

''মানুষ বউ পিটায় কেন? ''

''আমি জানি কোরআন মাজিদে স্ত্রী কথা না শোনলে মৃদু প্রহার করার কথা বলা হয়েছে....''



০ বোল্ড করা শব্দ গুলোর মানে একই ।

যা হোক শেষমেশ লাইনে আসছেন।
223681
২০ মে ২০১৪ দুপুর ১২:২২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : A dog,A wife and walnut tree
More you beat them better they be.
২২ মে ২০১৪ সকাল ০৯:৪৮
171716
রেহনুমা বিনত আনিস লিখেছেন : এটা কি একজন ইসলাম জানা শিক্ষিত যুবকের কথা?
২২ মে ২০১৪ সকাল ১০:২০
171734
খেলাঘর বাধঁতে এসেছি লিখেছেন : এই তো সাফসাফ নবী মোহাম্মদের মতই বল্লেন @ জনাব সবুজ। ধন্যবাদ।
২২ মে ২০১৪ সকাল ১০:২৭
171738
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এখানেই তো সমস্যা!!!!
শিক্ষা গ্রহন করতে গিয়ে দেখলাম এই লাইনগুলি বার্ট্রান্ড রাসেল এর লিখা.....
২২ মে ২০১৪ রাত ১১:২২
172083
হৃদয়ে রক্তক্ষরণ ০ লিখেছেন : আমি দুঃখ প্রকাশ করছি এই জন্য যে, বিষয়টি নিয়ে যখন চিন্তা করি তখন মৃদু প্রহার করার বিধানটি লিখায় তুলে ধরব, কিন্তু পরিতাপের বিষয় হল, লিখার সময় তা আমি ভুলে যাই, যার কারণে আমার লিখাটা আল্লাহর বিধানের বিরুদ্ধাচারণের মত হয়ে যায়, আল্লাহ আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি আমার এই অনাকাংখিত ভুলের জন্য। তবে স্ত্রীর উপর বর্বর কায়দায় জুলুম নির্যাতনের পক্ষে আমি নই। @ রেহনুমা বিনতে আনিস। ধন্যবাদ
২৩ মে ২০১৪ রাত ১২:৪৪
172105
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভাই আমার বক্তব্যটা কিছুটা ফান কিছুটা ফাঁদ। দেখেছেন একজন এই ফাঁদে পা দিয়ে দিয়েছেন।
223753
২০ মে ২০১৪ দুপুর ০২:৪৩
ওয়াচডগ বিডি লিখেছেন : :D/ :D/ Applause

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File