শাপলা চত্বর শাপলা চত্বর, একটি বিভীষিকাময়
লিখেছেন লিখেছেন হৃদয়ে রক্তক্ষরণ ০ ০৫ মে, ২০১৪, ০৭:২৭:৪৭ সন্ধ্যা
শাপলা চত্বর শাপলা চত্বর, একটি বিভীষিকাময় শব্দ, এটা নিয়ে এতো বেশি লেখালেখি হচ্ছে যে আমি আর বিশেষ কিছু লিখার উপাদান পাচ্ছিনা, তবে একটু স্মৃতিচারণ করতে চাই। ২০১৩, মে মাসের এশাপলা চত্বর শাপলা চত্বর, একটি বিভীষিকাময়ক তারিখ ছয় মাস কারাবরণ করার পর আল্লাহর অশেষ মেহেরবানীতে জামিনে মুক্তি পাই, ঢাকায় একদিন থেকে গ্রামের বাড়িতে যাই।
৫মে রাত বাড়তে থাকে, আর ফেসবুকের কল্যাণে একের পর এক খবর আসতে থাকে, মধ্যরাত্রিতে ঘুমিয়ে পড়ি। সকাল বেলা ঘুম থেকে উঠে ফেসবুকে যা দেখি যা পড়ি, লাশের মিছিল, বিডিয়ার হেড কোয়ার্টারে ট্রাকভর্তি লাশ, তাতে মাথা ভনভন করে ঘুরতে থাকে, আর গলা কাটা মুরগীর মত ছটপট করতে থাকি, এটা কি হল, কেন হল, আমার কি করা উচিত, ভেবে কুল পাচ্ছিলাম না।
গ্রামের যার কানে খবরটি গেল সেই অশ্রু ভেজা কন্ঠে বলে উঠল দাড়িওয়ালা হুজুরদের মারতে ঐ পাষানগুলোর বুক এতোটুকু কাপলনা! দুহাত তুলে আল্লাহর কাছে এই সরকারের গজব পড়ে মৃত্যু কামনা করল, তবে কিছু আওয়ামীলিগের কট্টর সমর্থক ছাড়া।
কারাগারে বসে দেশবাসির সাথে আমিও আশায় বুক বেধেছিলাম, ইসলাম বিরোধিদের একটা জবাব তারা দিবে, নাস্তিক্যবাদের আসরগুলো সমূলে ধংস করে দেয়া হবে, যেমন করে আল্লাহর রাসুল (সঃ) কাবা ঘরের তিনশত ষাটটি মূর্তি ভেঙ্গে চুরমার করে দিলেন, তাওহীদের ঘোষনা দিলেন। কিন্তু হয়ত আল্লাহর ইচ্ছা ছিলনা, এতো তারাতারি বিজয় দান করবেন।
আল্লাহ রাব্বুল আলামিন যা করেন, তা বান্দার জন্য আপাত দৃষ্টিতে কষ্টকর হলেও অদুর ভবিষ্যতে তা কল্যান নিয়ে আসে, আমরা তা বুঝিনা। হেফাজত যে অবস্থায় ঢাকায় এসেছে, তাতে হ্যত তারা জয়লাভ করত, কিন্তু এই জয় ধরে রাখার মত সক্ষমতা তাদের ছিলনা। এটা আমার একান্ত ব্যক্তিগত উপলব্দি, এই সম্পর্কে আল্লাহ অধিক ভাল জানেন।
সর্বশেষ একটি কথাই বলব, রাতে আধারে মাদ্রাসা শিক্ষক ছাত্র সহ নিরপরাধ, আল্লাহ ভীরু ধর্মপ্রাণ মানুষদের যারা হত্যা করেছে, তারা কোনদিন শাস্তি থেকে পার পাবেনা, আল্লাহ হয়ত এই জমীনে তাদের শায়েস্তা করবেন, নয়ত কিয়ামতের কঠিন আজাব তাদের জন্য প্রস্তুত করে রাখবেন।
বিষয়: বিবিধ
১০৮৫ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আল্লাহ সকল শহীদকে কবুল করুন। .. আমিন
১০০% সহমত
মন্তব্য করতে লগইন করুন