সবাই নাই হয়ে যায়, সিদ্দিক ফিরে আসে কি করে?
লিখেছেন লিখেছেন হৃদয়ে রক্তক্ষরণ ০ ৩০ এপ্রিল, ২০১৪, ১০:৩৯:২৩ রাত
গুম খুন অপহরণ এখন ডাল ভাত খাওয়ার মত হয়ে গেছে, বাঙ্গালীদের ডাল ভাত না খাইলে যেমন চলেনা, তেমনি গুম খুন অপহরণ হইতেই হবে, এটা মানুষের অত্যাবশ্যকীয় চাহিদা পূরণের মত বিষয়, এই সব ঘটনা মানুষ এখন অলস সময় পার করে, পত্রিকা পড়ে মজা পায়না, টিভি দেখে মনে ভরেনা, টকশোতে আড্ডা ভাল জমেনা, চা দোকানে আলাপচারিতা গরম হয়না, তাই মানুষ কে সচল রাখার জন্য গুম খুন হতেই হবে, যেমন ডাল ভাত শরীর কে সচল রাখে।
হাজার হাজার মানুষ গুম অপহরণ হয়, কদাচিত ফিরে আসে, তবে লাশ হয়ে, কিন্তু আবু বকর সিদ্দীকরা অপহরণ হয়, জামাই আদরে দু দিন খেদমত পেয়ে সহি সালামতে বাড়ি ফিরে আসে, তাদের ফিরে আসতেই হবে, তাদের ফিরিয়ে দিতে অপহরণকারীরাও বাধ্য, কোন সে অজানা কারণে, তা আমার বোধগম্য নয়।
নারায়ন গঞ্জে অপহরণ হওয়া ৭জনের মধ্যে ৬ জনের লাশ উদ্ধার, ভাবছি পরের টার্গেট কি আমি? আমি ত কারো সাথেও নেই পাছেও নেই, আমায় টার্গেট করবে কেন? কিছু করা লাগেনা, লিমন হোসেন কিছু করেনি, তবু তাকে অনেক নাকানী চুবানী খেতে হয়েছে, আমার বেলায় যদি একি রকম ঘটনা ঘটে অবাক হওয়ার কি কিছু থাকবে? থাকবে, এ দেশে যেমনটা হয়, আমার কাজ চুপ চাপ নিজেকে বলি দান......
বিষয়: বিবিধ
৯১৭ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন