জায়ান্ট মিলিবাগ

লিখেছেন লিখেছেন হৃদয়ে রক্তক্ষরণ ০ ২৭ এপ্রিল, ২০১৪, ০৭:৪৩:১৯ সন্ধ্যা

জায়ান্ট মিলিবাগ

ছেলেঃ কি হল, এতো চুলকাচ্ছো কেন? এলার্জি আছে তোমার?

মেয়েঃ না, গত কদিন ধরে চুলকাচ্ছে

ছেলেঃ কি হল দূরে বসে আছ কেন? কাছে আস!

মেয়েঃ কখনও কখনও দূরে থাকাই কল্যানকর

ছেলেঃ ন্যাকামো না করে কাছে আস, সন্ধ্যাটা নয়ত বৃথাই যাবে

মেয়েঃ বললাম ত আসতে পারবনা

ছেলেটি রেগে আগুন হয়ে বলল, ওকে ফাইন, আসি , থাক তুমি

রাতে মেয়েটি কল করে ছেলেটির কাছে, হেলো, জান, তুমি জান আজ কেন তোমার পাশে বসিনি? তুমিতো জান, আমি গার্হস্ত অর্থনীতি কলেজে পড়ি, আমাকে জায়ান্ট মিলিবাগ আচর করেছে, চুল্কানির জালায় মরে যাচ্ছি, ভয়ে ছিলাম, পাশে বসলে যদি তোমাকেও আচর করে! তাই দূরত্ব বজায়ে ছিলাম, সরি, রাগ করনা!

পরে আবিস্কার হল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আই ই আর ইনিস্টিটিউটে জায়ান্ট মিলিবাগ, মেয়েটা শুনে মর্মাহত হল, আক্ষেপ করে বলে আমার এই অবস্থায় সেখানে যাওয়াটি ভুল হয়েছে, আমার কারণে কপোত কপোতিরা ক্যাম্পাসে গোধূলি লগ্নে প্রিয়/প্রিয়ার হাতটি ধরে বলবে না, আজি ফিরে না গেলে কি নয়, সন্ধ্যা নামুক না, জোনাকী জলুকনা, নির্জনে বসি আর কিছুটা সময়......

কি বলবে তাহলে? বলবে ভাগ তারাতাড়ি, পথ মাপ

বিষয়: বিবিধ

১২৮৯ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

214014
২৭ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৫৫
সুমাইয়া হাবীবা লিখেছেন : আপনার কল্পনাশক্তির প্রশংসা করতেই হয়। ভালোই।
214020
২৭ এপ্রিল ২০১৪ রাত ০৮:০৭
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor মজা পেলাম
214033
২৭ এপ্রিল ২০১৪ রাত ০৮:৩৮
ফেরারী মন লিখেছেন : আমার গা জ্বালা করছে । এটা কি জায়ান্ট মিলিবাগের কারণে নাকি বুঝতেছি না।
214079
২৭ এপ্রিল ২০১৪ রাত ০৯:৪৪
প্যারিস থেকে আমি লিখেছেন : আপনার লেখাটা পড়ে খুব ভালো লেগেছে।
214083
২৭ এপ্রিল ২০১৪ রাত ০৯:৫৩
হৃদয়ে রক্তক্ষরণ ০ লিখেছেন : ফেরারী মন, জী এই পোকা গুলো দ্বারা মানুষের বড়ো কোন ক্ষতি হয়না, তবে গায়ে বসলে ফোস্কা পড়ে যায়, চুলকায়

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File