বন্দী জীবন সংশোধন নয়, অপরাধ প্রবণতা বাড়ায়
লিখেছেন লিখেছেন হৃদয়ে রক্তক্ষরণ ০ ০৪ এপ্রিল, ২০১৪, ১১:০৬:৩৯ সকাল
'রাখিব নিরাপদ, দেখাব আলোর পথ'
বাংলাদেশের কারাগারের স্লোগান। এই সম্পর্কে কয়েকটি কথা---------
আমার বন্দী জীবনের স্বল্প সময়ে কিছু অভিজ্ঞতা শেয়ার করার তারনা থেকেই এই লেখা।
কাজের কথায় আসি। কারাগার ভালো মানুষদের জন্য নয়, যারা সন্ত্রাসী, দাগী আসামী তাদের জন্য। রাখিব নিরাপদ, দেখাব আলোর পথ কথাটিও তাদের জন্য প্রযোজ্য।
আমাদের রুমের তত্বাবধানের দায়িত্বে যে ছিল তার নাম গোলাপ ভাই, তার হাসি গোলাপের মতোই। লোক হিসেবে খারাপ ছিলোনা, কিন্তু আমাদের কমান্ড করতে গিয়ে যখন রেগে যেত তখন মুখ দিয়ে কাঁচা কাঁচা বাংলা বের হতো। একদিন তাকে জিজ্ঞেস করলাম ভাই আপনি কথা বলার সময় এতো খারাপ শব্দ ব্যবহার করেন কেন। সে বলল-
ভাইরে আমি গত ২০বছর ধরে কারাগারে আছি, পরিবার পরিজন আমার কি অবস্থায় আছে কিছুই জানিনা, তাহলে বলেন কেমন করে মেজাজ ঠিক থাকে, ভালো কথা কেমন করে মুখ দিয়ে আসে। এখন আমার মনে কারও জন্য ভালোবাসা নেই, মায়া দয়া নেই, হৃদয়টা পাষাণ হয়ে গেছে।
জানতে চাইলাম তার অপরাধ কি ছিল।
সে বলল, অপরাধ একটা করেছি, তার জন্য শাস্তি আছে, শাস্তি দিয়ে দিক, তা না করে বছরের পর বছর আটকে রেখেছে, আর কতো বছর জেল খাটতে হবে কে জানে। জেলে আসার পর ভেবেছিলাম যদি ছেড়ে দেয় ভালো হয়ে যাবো, নিজেকে সংসোধন করে নেব, কিন্তু আমায় সে সুযোগ দেয়া হয়নি, যার কারণে ভিতরে থেকেই ক্ষোভ প্রতিশোধ স্পৃহা, অপরাধ প্রবণতা বাড়তে থাকে যার ফল আপনারা দেখতে পাচ্ছেন। তার বুক থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে।
আমার উপলব্দি, মানুষকে দিনের পর দিন কারাগারে আটকে রেখে, সে যে কোন ধরণের অপরাধী হোক, কোন সংসোধন আশা করা যায়না, কিছু শাস্তি প্রয়োগ করে তারপর তাকে ছেড়ে দিয়ে সংসোধনের সুযোগ দেয়া উচিৎ, যদি তাই করা হয় তাহলে কারাভ্যন্তরে সাধারণ আসামীরা তাদের মানুষিক শারীরিক হয়রানির শিকার হবেনা, আলোর পথ প্রশস্ত হবে, কারাগার এবং বাংলাদেশ তাদের অনিষ্ট থেকে নিরাপদ থাকবে। তবেই কেবল 'রাখিব নিরাপদ, দেখাব আলোর পথ' স্লোগানটি সার্থকতা খুঁঝে পাবে।
বিষয়: বিবিধ
১৪১৯ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন