একটি আবেগি ও অবিবেচক সিদ্ধান্তঃ

লিখেছেন লিখেছেন হৃদয়ে রক্তক্ষরণ ০ ২৫ মার্চ, ২০১৪, ০৫:১১:০০ বিকাল

একটি আবেগি ও অবিবেচক সিদ্ধান্তঃ

দুজন দুজনায় মত্ত হয়ে, ভালবাসার মান রক্ষা করতে গিয়ে, মাতা পিতা, ধর্মীয় ও সামাজিক বিধি নিষেধ ভুলে গিয়ে তরুণ তরুণীরা যে সিদ্ধান্ত নিয়ে থাকে, তা হচ্ছে পালিয়ে বিয়ে করা। যার ফল কখনো ভালো হয়নি, ভালো হয়না, কোন দিন হবেওনা। যারা এই ধরণের কাজ করেছে তারাও কখনো অন্যকে এই কাজ করতে বলবেনা।

এই একটি অবিবেচক, আবেগশোলভ সিদ্ধান্ত একটি পরিবারের জীবন প্রবাহকে দুর্বিষহ করে তুলে। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশি, সমাজের কাছে পরিবারটিকে ছোট হয়ে থাকতে হয়, অন্য ভাইবোনদের বিয়ে শাদীর ক্ষেত্রে সমস্যা হয়। একটি মানুষ পালিয়ে গিয়ে পরিবারের বাকি সবাইকে দুঃখের সাগরে ভাসিয়ে যায়। অপমান অপদস্থ হওয়ার পথকে করে যায় আরও প্রশস্ত। যার গ্লানি টানতে হয় বছরের পর বছর।

ছোট ভাই বোনদেরকেও বাবা মা তেমন বিশ্বাস করতে পারেনা। বাবা মার উঠতে বসতে সন্দেহ করতে দেখে তারা মানুষিক ভাবে ভেঙ্গে পড়ে। কারও সাথে মাথা উচু করে কথা বলতে পারেনা। এই ভয়ে যে, কেও বলে বসে, ‘এতো ভালো কথা বলিস যখন, তাহলে তুর বোন/ভাই/, ছেলে/ মেয়ে ঘর থেকে পালিয়ে যায় কেন’!

যে পালিয়ে গেলো, সে সবচেয়ে বেশি কষ্ট ভোগ করে, যদিও কখনো কখনো নিজেকে সবার সামনে সুখি হিসেবে জাহির করার চেষ্টা করে। কারণ বুঝে করুক বা না বুঝে করুক, ভুলটা তারই, তাই এই লুকোচুরি!

আসুন, বেশি আবেগ তাড়িত না হই, সঠিক সিদ্ধান্ত নেই, পরিবারকে বাচাই, সমাজকে বাচাই, নিজেকে বাচাই।

বিষয়: বিবিধ

১২৪৩ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

197749
২৫ মার্চ ২০১৪ বিকাল ০৫:২২
প্রবাসী মজুমদার লিখেছেন : বিয়ে পুর্ব ভালবাসা এমন এক অজানা অধ্যয় যার ক্ষণস্থায়ী প্রাপ্তি মানুষকে বিবেকহীন করে ফেলে। সামাজিকভাবে সমর্থনহীন এ ভালাবাসার পরিণতি বড় করুণ।
ধন্যবাদ।
197760
২৫ মার্চ ২০১৪ বিকাল ০৫:৩৬
প্যারিস থেকে আমি লিখেছেন : কতটা সত্য তুলে ধরেছে তা শুধু ভুক্তভোগিরাই জানে।
197789
২৫ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:১৬
নীল জোছনা লিখেছেন : পালিয়ে বিয়ে করবো না দেখেন জীবনে এই মাঝ বয়সে এসে এখনো বিয়ে করতে পারিনি। আশায় আছি ভালো কিছু হতে পারলে বাবা মায়ের সিদ্ধান্তেই বিয়ে করবো।
197838
২৫ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৫৮
নিউজ ওয়াচ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
197913
২৫ মার্চ ২০১৪ রাত ০৮:৩৯
বাংলার দামাল সন্তান লিখেছেন : ভাল লাগলো, ধন্যবাদ সুন্দর লেখার জন্য
218973
০৮ মে ২০১৪ দুপুর ০১:৫৪
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : এসব কুপথ থেকে রক্ষার একমাত্র উপায় নৈতিকতা সম্পূর্ন বিবেক।
০৮ মে ২০১৪ রাত ০৯:৪৯
167003
হৃদয়ে রক্তক্ষরণ ০ লিখেছেন : ঠিক বলেছেন, নৈতিক অবক্ষয় এসবের একমাত্র কারণ
219614
০৯ মে ২০১৪ রাত ১১:১৪
shaidur rahman siddik লিখেছেন : এমরুল কায়েস ভুট্টোর সাথে একমত
227215
২৮ মে ২০১৪ রাত ১২:০৩
পাহারা লিখেছেন : আসলে এটা ইন্ডিয়ান সিরিয়ালের প্রভাব। তবে নৈতিক শিক্কার প্রয়োজন আছে ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File