বিশ্বাস-অবিশ্বাস
লিখেছেন লিখেছেন bojrokonTho ১২ জুন, ২০১৪, ০৭:৪১:৪৮ সকাল
অবিশ্বাসের খেলাঘরে জরাজীর্ণ বিশ্বাস।
এক একটি করে ইট আর আস্তর খসে পড়ছে
আমার বিশ্বাসের দেয়াল হতে।
কাউকে
কোন কিছুতেই বিশ্বাস করতে পারিনা।
বিশ্বাস নিয়ে জীবনের প্রথম ছেলে বন্ধুকে দেখতে গিয়েছিলাম।
এগার'শ টাকা
প্রিয় মোবাইল সেট
আর বন্ধু হারিয়ে
বাসায় এসে উপলব্দি করলাম
আমার বিশ্বাসে আলিফ লায়লার 'সিসিং ফাঁক' এর মত
বিশাল ফাটল।
প্রিয় মানুষটির প্রেয়সী রূপেও এখন অবিশ্বাস।
আবার কাঁদাবেনা তো?
ছোট ভাইটিকেও বিশ্বাস নেই
কারন
আমি তার দল করিনা।
রাস্তার ফকিরকে পরখ করি তৃতীয় চোখে
সত্যি ফকিরতো?
নাকি ভান ধরেছে?
ফুটপাতের ঔষধ বিক্রেতাকে মনে হয় গোয়েন্দা।
এখানে আমি ভাল নেই
চরম বিধ্বস্ত!
বড় তৃষ্ণার্ত!!
অবিশ্বাসের গোয়েন্তানামো বে থেকে আমি মুক্তি চাই।
তার আগে চাই
একটি সুন্দর পৃথিবী..
যেখানে বিশ্বাস করে কেউ ঠকবেনা
পরাজিত হবেনা
ধর্ষিত হবেনা বিশ্বাস..
দাও
কেউ দাও আমায়
সেই পৃথিবী..
বিষয়: বিবিধ
২৬৭৬ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন