তবু মাকে তোমার পাশে থাকতে দাও

লিখেছেন লিখেছেন bojrokonTho ১১ মে, ২০১৪, ১০:৩১:৪৩ রাত

দূরে কোথাও যাচ্ছি

দৃষ্টির শেষ সীমা পর্যন্ত

আমার চলে যাওয়ার দিকে তাকিয়ে আছেন যিনি

তিনি মা..

আমার কোন বিপদ আসার বহু আগেই

যার মনে সাইরেন বেজে উঠে

তিনি মা..

গভীর রাতে ঘরে ফিরলে

জায়নামায থেকে উঠে এসে

দরজা খুলে দেন যিনি

তিনি মা..

নিজের সব বিসর্জন দিয়ে হলেও

সন্তানের মুখে হাসি চান যিনি

তিনি মা..

না মা।

তোমাকে চিত্রিত করার ক্ষমতা

বা যোগ্যতা আমার নেই।

বন্ধু!

মা তোমাকে কতটা ভালোবাসে?

মাপতে পারবে?

ওজন করতে পারবে মায়ের ভালোবাসা?

বন্ধু!

সেই মাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে?

অন্য কাউকে দিয়ে তার সেবা করার ব্যবস্থা নাও।

তবু মাকে তোমার পাশে থাকতে দাও।

তবুও যদি মাকে দূরে ঠেলে দাও।

জানি,

মা তোমাকে ক্ষমা করে দিবে।

কিন্তু.....

বিষয়: বিবিধ

১০৪৪ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

220405
১১ মে ২০১৪ রাত ১১:০৮
নীল জোছনা লিখেছেন : জাজাকাল্লা খায়রান. অনেক ভালো লাগলো পড়ে, আরো বেশী বেশী লিখুন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File