মে মাসের ছড়া আমরা মজদুর
লিখেছেন লিখেছেন bojrokonTho ০১ মে, ২০১৪, ১০:৫৭:২৫ সকাল
আমরা মজদুর
বৃষ্টি বা রৌদ্দুর
ভিজি পুড়ি সারাদিন
তবু শুনি দুরদুর।
আমরা মজদুর।
জীবনের দাম নাই
যত খাটি নাম নাই
পরের স্বপ্ন গড়ি
নিজেরটা চুরচুর।
আমরা মজদুর।
১/৫/১৪ ইং
বিষয়: বিবিধ
১৩০৮ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমরা মজদুর
কাজ করি ভরপুর
রাত-দিন অবিরাম,
তবু পিঠে দুরুম দুরুম।
ছন্দময় ছড়াটির জন্য সাধুবাদ রইলো...
সুন্দর ছড়ার জন্য আপনাকে ধন্যবাদ
সুন্দর মন্তব্য করার জন্য...
মন্তব্য করতে লগইন করুন