অমুসলিমরা এইসব কী ক-হিলেন?
লিখেছেন লিখেছেন bojrokonTho ২৭ এপ্রিল, ২০১৪, ০১:২২:৫৬ দুপুর
''ইছলামের বিশ্বজনীনত্ত্বের সৌন্দর্যে মুগ্ধ মানবগণ আজ ধরায় এক প্রান্ত হ-ইতে অপর প্রান্ত পর্যন্ত তাহাদের ভাব ও ভাষার আদান-প্রদান করিতে এবং কর্মের যোগসূত্র স্থাপন করিতে প্রয়াসী। .... প্রাচ্য ও প্রতীচ্যের বক্ষ ব্যাপিয়া এই সৌভ্রাতৃত্ত্ব স্থাপন- তাহা-ও ইছলামের উদার শিক্ষার প্রকৃষ্ট অবদান।
আজ যদি জগতের লোক সেই বিশ্ববন্ধু বিশ্বনবীর পদাঙ্ক অনুসরণ করিয়া সংসার পথে বিচরণ করিতে পারে, সেই পূর্ন কীর্তির চরিত্র কথা যদি সর্বত্র প্রচারিত হয় তাহা হ-ইলেই আইনকানুন শৃংখলা রক্ষা করিবার জন্য হাজার হাজার প্রহরী নিযুক্ত করিবার কোন আবশ্যকতা থাকিবেনা। তাহা হ-ইলে হিংসা, দ্বেষ, কলহ, বিষাদ ধরাপৃষ্ঠ হ-ইতে মুছিয়া যায়।
.... যদি তাঁহার উদাহরণে আপনার চরিত্রকে গঠিত করিতে পারে, যদি সে ভাবোচ্ছ্বাসে চালিত হয়, তাহার-ই সুশীতল ছায়ায় বসিয়া শান্তির ধারা প্রবাহিত করিতে পারে তাহা হ-ইলে কখন-ও অশান্তির উদয় হয়না''
#ঐতিহাসিক শ্রীনগেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
''মুসলিম শিক্ষার প্রভাবেই ইউরোপ আধুনিক সভ্যতার নেতা হতে পেরেছে।''
#শ্রীমানবেন্দ্রনাথ রায়
''বেদ ও পূরাণের যুগ চলে গেছে, এখন দুনিয়াকে পরিচালিত করার জন্য কোরান-ই একমাত্র গ্রন্থ। ... মানুষ যে অবিরত অস্থির এবং নরকে যায় তার একমাত্র কারণ এই যে, ইসলামের নবির প্রতি তার কোন শ্রদ্ধা নেই।''
#গুরু নানক
বিষয়: বিবিধ
১১৯৩ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আফসোস ! উপলব্ধি করতে পারলেও উনারা মুসলমান হন নি ।
মন্তব্য করতে লগইন করুন