তবুও গান বাজে মসজিদে..

লিখেছেন লিখেছেন bojrokonTho ২২ এপ্রিল, ২০১৪, ০৭:১৭:২৯ সন্ধ্যা



দেয়ালে 'আপনার মোবাইল ফোন বন্ধ রাখুন' লেখা কাগজ ঝুলানো থাকে। ইমাম সাহেব নামায শুরু করার আগে ঘোষনা করেন। 'মোবাইল ফোন বন্ধ রাখুন'

তবুও মাসজিদে ফোন বাজে। একটু অসচেতনতার ফলে কত জঘন্য অন্যায় করছি। ভাবা দরকার। মসজিদ ইবাদাতের স্থান। যেখানে কথা বলা নিষেধ। এমনকি মুখ দিয়ে কথা বলতে নিষেধ করা-ও নিষেধ। সাহাবায়ে কেরাম কঙ্কর নিক্ষেপ করে এ কাজটি করতেন। সেই মসজিদে আমরা গান বাজাচ্ছি। আপনার আমার ফোন থেকে ভেসে আসা গান বাদ্যের আওয়াজ মসজিদ ভর্তি মুসল্লীর মনযোগ বিনষ্ট করছে। ইবাদাতের আবহ ব্যহত করছে।

চলুন এবার সচেতন হ-ই।

মসজিদে প্রবেশের আগেই ফোনসেট সাইলেন্ট করব। অথবা পুরোপুরি বন্ধ করে দিব।

মনে নেই।

নামাযে ফোন বেজে উঠেছে।

দ্রুত এক-হাত দ্বারা অফ করে দিব।

বিষয়: বিবিধ

৯৭৩ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

211925
২২ এপ্রিল ২০১৪ রাত ০৮:৫৯
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : গুরুত্বপূর্ণ পোস্ট! আসলেই কিছু চ্যাচরা প্রকৃতির মানুষ এই ব্যাপারে উদাসীন। আর কিছু মানুষ আছে সাথে 7 বছরের নিচে ছোট বাচ্চা একটা নিয়ে আসবে, সবাই নামাযে দাঁড়ালে পোলাটা সামনে সামনে হাঁটবে, কখনো কান্না। এখনই সচেতন হওয়া প্রয়োজন, ধন্যবাদ সুন্দর লেখাটির জন্য
211973
২২ এপ্রিল ২০১৪ রাত ১০:২২
ইমরান ভাই লিখেছেন : গানকি শুধু মসজিদে নিশেধ? যারা মোবাইলে গান শোনে,গান রাখে তারাতো এমনিতেই পাপ বহণ করছে। এদের কে আগে ইসলামে গানবাজনার হুকুম কি তা বোঝানো উচিত।
211987
২২ এপ্রিল ২০১৪ রাত ১০:৩৯
মেঘ ভাঙা রোদ লিখেছেন : খুবই দুঃখজনক ব্যাপারটা। আসলে নামাজ কালামকে আমরা খুব হাল্কাভাবে নেই দেখেই এরকম হয় বারেবারে।
213329
২৬ এপ্রিল ২০১৪ সকাল ০৬:৩৪
bojrokonTho লিখেছেন : আপনাকে-ও ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য #আলমগীর
213330
২৬ এপ্রিল ২০১৪ সকাল ০৬:৩৬
bojrokonTho লিখেছেন :
.
R8 bolechen# imran vai
213331
২৬ এপ্রিল ২০১৪ সকাল ০৬:৩৭
bojrokonTho লিখেছেন : dhonnobad# megh vanga rOd

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File