তবুও গান বাজে মসজিদে..
লিখেছেন লিখেছেন bojrokonTho ২২ এপ্রিল, ২০১৪, ০৭:১৭:২৯ সন্ধ্যা
দেয়ালে 'আপনার মোবাইল ফোন বন্ধ রাখুন' লেখা কাগজ ঝুলানো থাকে। ইমাম সাহেব নামায শুরু করার আগে ঘোষনা করেন। 'মোবাইল ফোন বন্ধ রাখুন'
তবুও মাসজিদে ফোন বাজে। একটু অসচেতনতার ফলে কত জঘন্য অন্যায় করছি। ভাবা দরকার। মসজিদ ইবাদাতের স্থান। যেখানে কথা বলা নিষেধ। এমনকি মুখ দিয়ে কথা বলতে নিষেধ করা-ও নিষেধ। সাহাবায়ে কেরাম কঙ্কর নিক্ষেপ করে এ কাজটি করতেন। সেই মসজিদে আমরা গান বাজাচ্ছি। আপনার আমার ফোন থেকে ভেসে আসা গান বাদ্যের আওয়াজ মসজিদ ভর্তি মুসল্লীর মনযোগ বিনষ্ট করছে। ইবাদাতের আবহ ব্যহত করছে।
চলুন এবার সচেতন হ-ই।
মসজিদে প্রবেশের আগেই ফোনসেট সাইলেন্ট করব। অথবা পুরোপুরি বন্ধ করে দিব।
মনে নেই।
নামাযে ফোন বেজে উঠেছে।
দ্রুত এক-হাত দ্বারা অফ করে দিব।
বিষয়: বিবিধ
৯৭৩ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
.
R8 bolechen# imran vai
মন্তব্য করতে লগইন করুন