উপজেলা নির্বাচনের কিছু কথা|

লিখেছেন লিখেছেন আরিফুল ইসলাম শাওন হাং ১৯ ফেব্রুয়ারি, ২০১৪, ০৯:২৭:১২ রাত

আজকে আমি গেছিলাম একটু উপজেলা নির্বাচন দেখতে,নির্বাচন দেখে খুব ভাল লাগছিল যে কোন সমস্যা ছাড়া নির্বাচন চলছে,অনেক মানুষ ভোট দিতে এসেছে ভাল ভাবে নির্বাচন চলছিল,কিছু খন পড়ে দেখি নির্বাচন ক্রন্দ থেকে এযেন্ট গুলা বের হয়ে এসেছে তার কিছু খন পড়ে ঐ খানে মারা মারি শুরু হয়,মারা মারি বেশ কিছুক্ষন ছিল,তারপর দেখি ছাএ লিগের পোলাপাইন ভোট নিজেরা দেয়া শুরু করে,এই রকম ১ ঘন্টা ভোট দেয়া হয়,তারপর আর যার ভোটার তারা আর ভোট দিতে আসে নি,বিকেল বেলা দেখি যারা সিক্সে পড়ে তারাও ভোট দিতে আছে এক জনে দুই তিনটা করে এই হলে আমাদের দেশ|

বিষয়: বিবিধ

৯৩৮ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

183161
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:৪৬
সজল আহমেদ লিখেছেন : হ ভাই।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File